ইন্ডিয়ান পুলিশ সার্ভিস থেকেই পদত্যাগ বহিষ্কৃত সিবিআই প্রধানের

0
124

ওয়েবডেস্কঃ

ইন্ডিয়ান পুলিশ সার্ভিস থেকেই পদত্যাগ করলেন বহিষ্কৃত সিবিআই ডিরেক্টর আলোক বর্মার।  সিবিআই ডিরেক্টর পদ থেকে অপসারণের পরেই মেয়াদ উত্তীর্ণ হবার কুড়ি দিন আগেই ইস্তফা দিলেন অলোক বর্মা!

https://mobile.twitter.com/ANI/status/1083657928048037890?utm_campaign=fullarticle&utm_medium=referral&utm_source=inshorts

গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের নির্দেশে পুনর্বার সিবিআই ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছিলেন অলোক বর্মা। যথারীতি বুধবার অফিসে এসে নিজের দায়িত্বও বুঝে নিয়েছিলেন তিনি। তার ঠিক ২৪ ঘন্টা যেতে না যেতেই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন তিন সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন সিলেক্ট কমিটির দ্বারা ডিরেক্টর পদ থেকে অপসারিত হয়েছিলেন তিনি । এর পর কেন্দ্র সরকারের তদারকিতে অলোক বর্মাকে দমকলের ডিজি পদ সামলানোর পাশাপাশি সিভিল ডিফেন্স ও হোমগার্ড দপ্তরের দায়িত্বও দেওয়া হয়। কিন্তু এই সমস্ত পদের দায়িত্ব নিতে অস্বীকার করেন তিনি । ঠিক সেই কারণেই সরকারিভাবে মেয়াদ উত্তীর্ণ হবার কুড়ি দিন আগেই ইস্তফা দিলেন প্রবীণ আই পি এস অফিসার অলোক বর্মা।

২০১৭ সালের জুলাই মাসে ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের ২৭ তম কর্মকর্তা নিযুক্ত হয়েছিলেন দিল্লি পুলিশের প্রাক্তন কমিশনার অলোক বর্মা ।
আজ ইস্তফা প্রসঙ্গে অলোক বর্মা তার প্রতিক্রিয়ায় জানান “স্বাভাবিক ন্যায়বিচার হয়নি । পুরো প্রক্রিয়াটাই আমাকে সরানোর জন্য সাজানো হয়েছে । ”

(ফিচার ছবি-https://twitter.com/fpjindia/status/1083667252455583745?s=19)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here