উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
কালীঘাট চত্বর থেকে উদ্ধার হল বস্তাবন্দী টাকা। কালীঘাট থানার অধীন মুখার্জি ঘাটে আজ স্থানীয় মানুষজন ওই বস্তা দেখেন। বস্তার ভিতর নোটে ঠাসা ছিল। যদিও সেসব নোট পোড়া ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে, আজই রবিবার।
মুখার্জি ঘাট চত্বরে সকাল থেকে ছিল রোজের ব্যস্ততা। দুপুর হতে সেই ব্যস্ততা বদলে গেল হুড়োহুড়িতে। এক জায়গায় ধোঁয়া দেখে কৌতূহলের বশে কয়েকজন এগিয়ে যান। বড় একটি বস্তা নজরে আসে তাঁদের। চাপা গুঞ্জনের মাঝেই দু’একজন বস্তা খুলে ফেলেন। বস্তা খুলতেই চোখ ছানা-বড়া। ভিতরে ঠাসা নোট। যদিও সেসব ছিল পোড়া। তাতে কী? পুড়ে যাওয়া নোটের মধ্যেই ভালো কিছু আছে কি না দেখতে হুড়োহুড়ি পড়ে যায়।
এদিকে নোট উদ্ধারের কথা তখন মুখে মুখে ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে মুখার্জি ঘাট এলাকায় ভিড় জমাতে শুরু করেছেন স্থানীয় থেকে পথ চলতি মানুষজন। খবর যায় কালীঘাট থানায়। যদিও পুলিশ আসার আগে ভালো কিছু নোট সরিয়ে ফেলেন এলাকার লোকজন। পুলিশ নোটসমেত বস্তা উদ্ধার করে কালীঘাট থানায় নিয়ে যায়।
আরও পড়ুনঃ দক্ষিণ ২৪ পরগনায় ৩১টি আসনেই জেতার চ্যালেঞ্জ অভিষেকের
কে বা কারা ওই বস্তা সেখানে রেখেছিল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ভোটের আগে এভাবে খাস কলকাতার বুকে বস্তাবন্দী পোড়া নোট উদ্ধার হওয়ায় বিভিন্ন প্রশ্ন উঠতেও শুরু করেছে। এলাকার সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
কালীঘাট থেকে উদ্ধার বস্তাবন্দী পোড়া নোট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584