জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের সাগরদিঘীর কাবিলপুর পাকালপাড়া গ্রামে নদীর ধরে ডুবুরি নামিয়ে ইসমাইলের দেহ উদ্ধারের কাজে হাত লাগিয়েছে সাগরদিঘীর পুলিশ প্রশাসন।

উল্লেখ্য, গত ২৬শে মার্চ শনিবার মায়ের সাথে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ বছরের শিশু। এই নিয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কাবিলপুর এলাকাবাসীর মধ্যে। ৫বছরের শিশু ইসমাইল সেখ নদীর ধারেই খেলা করছিল আর অপরদিকে তার মা কাপড় কাচা নিয়ে ব্যস্ত ছিলেন, হঠাৎ বাচ্চাটি মায়ের কাছে আসতেই পিছলে গিয়ে নদীতে তলিয়ে যায়। মা কাপড় কাচা নিয়ে ব্যস্ত থাকায় কখন তার ছেলে নদীতে তলিয়ে গিয়েছে বুঝতেই পারেনি।
আরও পড়ুনঃ বগটুই কান্ডে সিবিআই গোয়েন্দাদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশে কি আস্থা নেই কেন্দ্রের!
পরক্ষণে দেখে তার বাচ্চা নেই এলাকাবাসীরা নদীতে বহু খোঁজাখুঁজির পরও মেলেনি ইসমাইলের খোঁজ। খবর পেয়ে সাগরদিঘী থানার পুলিশ এসে ইসমাইলের দেহ উদ্ধারের কাজ শুরু করেছে, নামানো হয়েছে ডুবুরি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584