নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ছিনতাই, কটূক্তি, হেনস্থা আর নয়। রেল সফরে এবার মহিলা যাত্রীদের সঙ্গী হবে ‘সহেলি’। দূরপাল্লার ট্রেনে মহিলা যাত্রীদের সুরক্ষায় দক্ষিণ-পূর্ব রেলের বিশেষ এই প্রকল্প। সফরের শুরু থেকে শেষ পর্যন্ত মহিলা যাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখবে আরপিএফের বিশেষ মহিলা আধিকারিকরা। আপাতত পরীক্ষামূলকভাবে হাওড়া থেকে দূরপাল্লার তিনটি ট্রেনে এই সুরক্ষা পরিষেবা চালু হয়েছে।

এই প্রকল্পের আওতাভুক্ত হতে গেলে দূরপাল্লার ট্রেন যাত্রার জন্য প্রত্যেক মহিলা যাত্রীকে ‘মাই সহেলি’ অ্যাপ ডাউনলোড করতে হবে। মহিলা যাত্রীদের ফোন নম্বর নিয়ে তৈরি হবে ব্রডকাস্ট গ্রুপ৷ ব্রডকাস্ট গ্রুপে মহিলা যাত্রীর নাম ও ফোন নম্বর গোপন রাখা হবে৷ গ্রুপের অ্যডমিন হবেন মহিলা আরপিএফ কনস্টেবল৷
আরও পড়ুনঃ পিএম কেয়ারে আরবিআই এলআইসি-সহ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের দান ২০৫ কোটি
ট্রেনে ওঠার পরই যাত্রীর সঙ্গে যোগাযোগ করবেন মহিলা আরপিএফ কর্মীরা৷ রেল জানিয়েছে, মহিলা যাত্রীদের দেওয়া হবে একাধিক আপদকালীন মোবাইল নম্বর৷ যার মধ্যে অন্যতম ১৮২। এখানে ফোন করলেই মহিলা আরপিএফ কনস্টেবলের সঙ্গে যোগাযোগ করা যাবে।
আরও পড়ুনঃ চেকে টাকা লেনদেনের ক্ষেত্রে চালু হচ্ছে ‘পজিটিভ পে সিস্টেম’
ইতিমধ্যেই হাওড়া থেকে যশবন্তপুর দুরন্ত স্পেশাল (১৮ সেপ্টেম্বর), হাওড়া-আমেদাবাদ (২০ সেপ্টেম্বর) এবং হাওড়া-মুম্বই (২১ সেপ্টেম্বর) ট্রেনে ‘সহেলি’ পরিষেবা পরীক্ষামূলকভাবে কার্যকর করা হয়েছে।
দক্ষিণ-পূর্ব রেলের আইজি তথা সিকিউরিটি কমিশনার ডি বি কাসার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বলেছেন, ‘দূরপাল্লার ট্রেনেই আপাতত পরীক্ষামূলকভাবে অপরেশন ‘মাই সহেলি’ পরিষেবা চালু হয়েছে। ট্রেন যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত মহিলা যাত্রীর সুরক্ষা নিশ্চিত করতেই এই উদ্যোগ।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584