জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
এ বছরের মাধ্যমিক পরীক্ষা সবদিক থেকেই ব্যতিক্রম। এই ব্যতিক্রমের মাঝে খুশির হাওয়া বয়ে আনল মুর্শিদাবাদের সালারের বাসিন্দা সাহিদুল আফ্রিদি।
মঙ্গলবার সকাল ৯টায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে মাধ্যমিকের ফলপ্রকাশ করেন। তিনি জানান, অতিমারী পরিস্থিতিতে যেহেতু এ বছর মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, তাই ইন্টারনাল ফরম্যাটিং ইভ্যালুয়েশন পদ্ধতিতে ছাত্রছাত্রীদের মূল্যায়ণ করা হয়েছে। এ বছর সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৬৯৭। আর সেই নম্বর পেয়েছেন ৭৯ জন পরীক্ষার্থী। এই ৭৯ জনের মধ্যে একজন হলেন মুর্শিদাবাদ জেলার সালারের সাহিদুল আফ্রিদি।
আরও পড়ুনঃ মাধ্যমিকে ৬৯২ পেয়ে নজির গড়ল কান্দির মাধ্যমিক পরীক্ষার্থী
মুর্শিদাবাদ জেলার সালারের সাহিদুল আফ্রিদি ৬৯৭ নম্বর পেয়ে রাজ্যের প্রথম ৭৯ জনের মধ্যে একজন হয়েছেন। সাহিদুলকে ডিওয়াইএফআই সালার লোকাল কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হল। সাহিদুলের বাবা প্রাইমারি শিক্ষক। দুই ছেলের মধ্যে সহিদুল ছোট, বড় দাদা মেডিক্যালে ফাইনাল বর্ষের ছাত্র। পঞ্চম শ্রেণী পর্যন্ত সালার হাইস্কুলে পড়াশোনার পর, মালদার কালিয়াচকের বেসরকারি স্কুলে ভর্তি হয় সে। ছোট থেকেই পড়াশোনায় মেধাবী সে। তার আক্ষেপ পরীক্ষা হলে সবারই ভালো হতো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584