ঘাটালে কংগ্রেসের প্রার্থী হলেন সাইকুল

0
362

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Saikul congress candidate of ghatal
নিজস্ব চিত্র

ঘাটাল লোকসভা আসনে রাহুল গান্ধীর নির্দেশে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের সভাপতি এবং প্রাক্তন রাজ্য ছাত্র পরিষদের সহ -সভাপতি মহ: সাইফুল। পুরো পশ্চিম মেদিনীপুর জুড়ে শিক্ষা, স্বাস্থ্য , কৃষি, কর্মসংস্থান,পরিকাঠামো নিয়ে লাগাতার আন্দোলনে করে চলেছেন বিগত ১৪ বছর ধরে।কম্পিউটার ইঞ্জিনিয়ারিং -এ স্নাতকোত্তর পাশ স্বচ্ছ ভাবমূর্তিসম্পন্ন সাইফুল জেলা ও রাজ্যের বিরোধী রাজনীতিতে অত্যন্ত পরিচিত ছাত্র -যুব মুখ।

Saikul congress candidate of ghatal
নিজস্ব চিত্র

যিনি নিয়মিত সাধারণ মানুষের সাধারণ সমস্যাগুলির জন্যে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে চলেছেন।প্রান্তিক মানুষের ক্ষীণ হতে ক্ষীণতর কণ্ঠস্বরকে ক্ষমতার অলিন্দে পৌঁছে দিয়েছেন।পশ্চিম মেদিনীপুর জেলায় বন্যা হোক বা কলেজের ছাত্র – ছাত্রীদের ফী কমানো।

আরও পড়ুনঃ জোট জল্পনা অবসান করে কংগ্রেস প্রার্থী হলেন শম্ভু নাথ চ‍্যাটার্জি

Saikul congress candidate of ghatal
নিজস্ব চিত্র

হোস্টেল পরিষেবা খেলাধুলার পরিকাঠামোর দাবি হোক,বা মেদিনীপুর সদর হাসপাতালের নিয়মিত স্বাস্থ্য সমস্যা অথবা টোটো চালকদের নেতৃত্বে পুলিশ বিরোধী বিক্ষোভ,সাইফুলকে পাওয়া গেছে সর্বাগ্রে।”সরকারে না থাকি,দরকারে আছি “, এই আপ্ত বাক্যের দৃষ্টান্ত হিসাবে সাইফুল নিজেকে মেলে ধরেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here