সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
গত ২৮ শে অগাস্ট থেকে ২১শে সেপ্টেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়ে গেল “গ্লোবাল ভার্চুয়াল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২১”। এই চ্যাম্পিয়নশিপের আয়োজক ছিল ইউনিভার্সাল সোতোকান ক্যারাটে ইউনিয়ন শ্রীলংকা ব্রাঞ্চ। ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল সহ বিশ্বের ৪৫ দেশের ১০৩৪ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
মুর্শিদাবাদের ডোমকলের ‘মুর্শিদাবাদ ক্যারাটে স্কুল’ থেকে ২ জন ক্যারাটে খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নজরকাড়া সাফল্য অর্জন করলো। ১২ বছর গার্লস কাতা ইভেন্টে সাইনা ইসলাম এবং ৭ বছর গার্লস কাতা ইভেন্টে সানজিনা ইসলাম বিশ্বের তাবড় তাবড় খেলোয়াড়দের হারিয়ে স্বর্ণ পদক জয় লাভ করে এই প্রতিযোগিতায়। রেজিনগর থানার নাজিরপুর গ্রামের বাসিন্দা সাইনা ও সানজিনা দুই বোন।
এর আগেও এরা একাধিকবার আন্তর্জাতিক, জাতীয় ও রাজ্য স্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক লাভ করেছে। তাদের পিতা পেশায় শিক্ষক। নাম বাসিরুল ইসলাম। তিনি বলেন, “এই প্রতিযোগিতাটা বেশ কঠিন ছিল, সাইনা ও সানজিনা তাদের কঠোর পরিশ্রমের ফল পেয়েছ। খুব ভালো লাগছে, আরও অনেকদূর এগিয়ে যেতে হবে।” তাদের কোচ আলমগীর খাঁন জানান, “আমি আমার সাধ্যমত এদের প্রশিক্ষণ দিই, আশা করি ওরা আরও এগিয়ে যাবে। এই জয়ে খুশির হাওয়া গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584