পিয়ালী দাস, বীরভূমঃ
বীরভূমের সাঁইথিয়া বিধান সভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নীলাবতী সাহা সাইকেল চালিয়ে প্রচার অভিযান শুরু করলেন। অস্বাভাবিক পেট্রোল – ডিজেলের দাম বৃদ্ধির কারণে তিনি সাইকেল কে প্রচারের হাতিয়ার করেছেন। মানুষের সাথে জনসংযোগ করে মোদী সরকারের ‘সব কা সাথ সব কা বিকাশ’ যে একটি মিথ্যা প্রতিশ্রুতি তা তুলে ধরবেন।
প্রচার শেষে নীলাবতি সাহা জানিয়েছেন , গত ছয় বছর আগে দেশের শাসনভার নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছিলো দেশের মানুষ ভালো কিছুর আশায়। কিন্তু দুবার কেন্দ্রে ক্ষমতায় আসার পর মোদী মানুষ কে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, সম্পত্তি বিক্রি, ধর্মের লড়াই, মানুষের বিভাজন, ছাড়া কিছুই দিতে পারেন নি। গ্যাসের দাম লাগামহীন হয়ে গেছে। গরীব মানুষ গ্যাস কিনতে পারছে না।
আরও পড়ুনঃ পদ্মে চেপে লড়বে কে, শিকে ছিঁড়বে কার! প্রহর গুনছে বঙ্গ বিজেপি
দেশ জুড়ে মোদী সরকারের পতন চাইছে দেশবাসী। ভোট এলে বিরোধী দের পিছনে ইডি, সিবিআই, লেলিয়ে দিয়ে ক্ষমতা আসার চেষ্টা করে বিজেপি। দুর্নীতিগ্রস্ত নেতাদের নিয়ে মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছে। এটা বাংলার মানুষ কখনো মেনে নেবে না। বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলো – আছে – থাকবে। কারন মমতা বন্দ্যোপাধ্যায় দশ বছর ধরে বাংলা কে যে উন্নয়ন দিয়েছেন তা অস্বীকার করতে পারবে না বাংলাবাসী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584