অক্সিজেন সংকট নিয়ে যোগীর সম্পত্তি বাজেয়াপ্তের ‘হুমকি’র বিরুদ্ধে আদালতে মামলা

0
147

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের করোনা পরিস্থিতির সমালোচনার জবাবে বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করলেন বিশিষ্ট সমাজকর্মী সকেট গোখলে।

yogi adityanath | newsfront.co

রাজ্যের অক্সিজেন সঙ্কট নিয়ে সমালোচনা করে ‘পরিবেশ নষ্টের’ চেষ্টা কারীদের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে বলে সাংবাদিকদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে মন্তব্য করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সঙ্গে তিনি দাবি করেন রাজ্যে অক্সিজেনের কোনো অভাব নেই।

আদালতের দ্বারস্থ হয়ে সমাজকর্মী সকেট গোখলে দাবি করেন যে মুখ্যমন্ত্রীর এই ‘হুমকি’র ফলে রাজ্যের জনগণ ভীত সন্ত্রস্ত রয়েছে। মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য ভারতীয় সংবিধানের ১৯ ও ২১ ধারা অনুযায়ী জীবন ও স্বাধীনতার মৌলিক অধিকার, এমনকি মত প্রকাশের স্বাধীনতার অধিকারের পরিপন্থী।

আরও পড়ুনঃ ‘গভারমেন্ট অফ দিল্লী’ হয়ে গেল ‘লেফটেন্যান্ট গভর্নর অফ দিল্লী’

তিনি আদালতের কাছে আবেদন করেন সামাজিক মাধ্যমে যারা অক্সিজেনের আবেদন জানাচ্ছেন তাদের বিরুদ্ধে যেন কোনো বাধ্যতামূলক আইনী পদক্ষেপ না নেওয়া হয়।তবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের তিন দিন আগের ‘অক্সিজেনের অভাব নেই’ দাবিকে ভুল প্রমাণিত করে আগ্রার হাসপাতালে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় ৮ রোগীর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here