স্পোর্টস ডেস্কঃ
প্রথম টি-টোয়েন্টিতে হোপের হাতে বিদ্ধস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে প্রায় একা হাতেই ওয়েস্ট ইন্ডিজকে ৩৬ রানে পরাজিত করে বাংলাদেশকে মধুর প্রতিশোধ নিতে সাহায্য করলেন অধিনায়ক সাকিব আল হাসান ।
টসে জিতে আজ প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। লিটন দাসের ৬০, সাকিব আল হাসানের ঝোড়ো ৪২ ও মাহামুদুল্লার ঝোড়ো ৪৩ রানের সৌজন্যে বাংলাদেশ আজ নির্দিষ্ট ২০ ওভারে ৪ উইকেটে ২১১ রান তোলে।
জবাবে ব্যাট করতে নেমে সাকিবের সামনে আত্মসমর্পণ করে ওয়েস্ট ইন্ডিজ। ৪ ওভার বল করে ২০ রান দিয়ে একাই ৫ উইকেট তুলে নেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সাঁই হোপ ৩৬ এবং রোভোমান পাওয়েল ৫০ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শেষ পর্যন্ত ১৯.২ ওভারে ১৭৫ রানে গুটিয়ে যায়। বাংলাদেশ জয়লাভ করে ৩৬ রানে। ব্যাট ও বল হাতে অসাধারণ পারফরম্যান্সের জন্য স্বাভাবিক ভাবেই ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন সাকিব আল হাসান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584