লম্বা চুল থাকলে ধোনির দিকে ঘুরেও তাকাতেন না, জন্মদিনে জানালেন সাক্ষী

0
100

অঞ্জন চ্যাটার্জী, স্পোর্টস ডেস্কঃ

তাঁর লম্বা চুলের জন্য একসময় পাগল ছিল কত তরুণী হৃদয়। কলকাতার সেই তরুণী শিউলির চুম্বন তো এখনও ভাইরাল মহেন্দ্র সিং ধোনির ট্রেড মার্ক ছিল দু’টো, হেলিকপ্টার শট এবং ঘাড় ছাপিয়ে যাওয়া চুল।

MS Dhoni | newsfront.co
গ্রাফিক্স চিত্র

খোদ পাকিস্তানের সেই সময়ের প্রেসিডেন্ট পারভেজ মুশারফও মুগ্ধ ছিলেন সেই স্টাইলের। তাকে চুল কাটতে বারণ করেন, কিন্তু ধোনি মুশারফের সেই পরামর্শ মানতে পারেন নি শেষপর্যন্ত। হেলিকপ্টার শর্ট থাকলেও চুল ছেটে ফেলেন মাহি। অনেক ভক্ত ও তরুণীর মন ভেঙে খানখান হয়ে যায় তবে মাহির সেই পুরনো চুল একেবারেই পছন্দ নয় খোদ তার স্ত্রী সাক্ষী ধোনির।

বৃহস্পতিবার ছিল সাক্ষীর ৩২তম জন্মদিন। সেই উপলক্ষেই চেন্নাই সুপার কিংস একটি ভিডিও শেয়ার করেছ সেখানে ধোনির স্ত্রী জানান, তাঁর সঙ্গে আলাপের সময় যদি ধোনির ওই হেয়ারস্টাইল থাকত, তাহলে তিনি ঘুরেও তাকাতেন না। ওই চুল তাঁর এতটাই অপছন্দের।

আরও পড়ুনঃ নিউ নর্মাল আইএসএল-এ নয়া নিয়মকানুন

সাক্ষীর কথায়, ‘‘ভাগ্যিস আমি ওকে ওই লম্বা চুলে দেখিনি। ওই কমলা লম্বা চুল থাকার সময় যদি ওর সঙ্গে আলাপ হত, তাহলে আমি ঘুরেও তাকাতাম না। আরে সৌন্দর্যের একটা ব্যাপার থাকবে তো। ওটা জনকে (আব্রাহাম) মানায়। কিন্তু মাহিকে? একে তো লম্বা চুল, তার উপর ওই কমলা রঙ। আমার মোটেও পছন্দ নয় ধোনিকে ছোট হেয়ার কাটেই বেশ ভালো লাগে।“

আরও পড়ুনঃ বিরাটের মধ্যে সৌরভকে খুঁজে পান বুকানন

সাক্ষী আরও বলছেন, ‘‘আমরা ক্রিকেট নিয়ে কথা বলি না। ওটা ওর পেশা। ও ভালো খেললে অভিনন্দন জানাই আর খারাপ পারফরমেন্স করলেও ভবিষতে ভালো করার প্রেরণা দিই বেশ এই টুকু।“

এরপর সাক্ষী ক্যাপ্টেন কুলকে নিয়ে জানান,”ক্যাপ্টেন কুলকে কিন্তু আমি রাগিয়ে দিতে জানি কারণ আমি ওর সব চেয়ে কাছের আর কাছের মানুষরা এটা করতে পারে। আর ওর কথা যেমন মাঠে ক্রিকেটাররা শোনে তেমনই মেয়ে জিভাও ওর কথাই বেশি শোনে।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here