এয়ার ইন্ডিয়া বিক্রি দ্রুততর করতে ফের শর্তে বদল আনল মোদী সরকার

0
91

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

এয়ার ইন্ডিয়া কিনতে কত অংশ দেনার দায় নেবে, সেটা নিজেরাই ঠিক করতে পারবে ক্রেতা সংস্থা। ক্রেতা যে দামে এয়ার ইন্ডিয়া কিনবেন, তার ন্যূনতম ১৫ শতাংশ সরকারকে নগদে দিতে হবে, কেন্দ্রের তরফে এমনই জানানো হয়েছে।

Air India | newsfront.co
ফাইল চিত্র

অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, এয়ার ইন্ডিয়া স্পেসিফিক অল্টারনেটিভ মেকানিজমের সম্প্রতি একটি বৈঠক হয়, সেখানে বিস্তারিত আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। নির্দেশাবলী প্রসঙ্গে কোনো প্রশ্ন থাকলে তা ৫ নভেম্বরের মধ্যে জানাতে হবে।

১২ নভেম্বরের মধ্যে সব প্রশ্নের উত্তর দেওয়া হবে সরকারের তরফে। পরবর্তী ৩০ দিনের মধ্যে সম্ভাব্য ক্রেতাকে ইচ্ছাপত্র জমা করতে হবে। ইচ্ছাপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৪ ডিসেম্বর এবং সম্পূর্ণ প্রক্রিয়া আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে শেষ করা যাবে বলে জানিয়েছেন হরদীপ সিং পুরী।

আরও পড়ুনঃ মিথ্যা কথা বলায় মোদীর সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিতে পারব নাঃ রাহুল

এয়ার ইন্ডিয়া বিক্রির কথা কেন্দ্র ঘোষণা করে ২০১৭ সালে, সে সময় জানানো হয়েছিল এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ বিক্রি করা হবে আর বাকি ২৪ শতাংশ থাকবে সরকারি নিয়ন্ত্রণে। এই সিদ্ধান্তের ফলে ক্রেতা পাওয়া যায়নি সংস্থার জন্য।

আরও পড়ুনঃ ঘুষ কাণ্ডে সুপ্রিমকোর্টে স্বস্তি পেলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত

এরপরে গত ২৭ জানুয়ারি পরিবর্তন করা হয় শর্তে, বলা হয় যে, এয়ার ইন্ডিয়া ও তার সহযোগী সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ১০০ শতাংশ -ই বিক্রি করা হবে। সেইসঙ্গে এয়ার ইন্ডিয়া-স্যাটসের ৫০ শতাংশ শেয়ারও বিক্রি করা হবে। এর জন্য ধার্য সময়সীমা ছিল ১৭ মার্চ। কিন্তু করোনা পরিস্থিতির ফলে বহুবার সেই সময়সীমা বাড়ানো হয়। এইবার ২৮ ডিসেম্বরের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করতে আশাবাদী সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here