মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
১৭মে চতুর্থ দফার লকডাউন ঘোষণা করেছে কেন্দ্র। ৩১মে পর্যন্ত চলবে এই চতুর্থ দফার লকডাউন। তবে এবার একাধিক ক্ষেত্রে মিলবে ছাড়। লকডাউনের মধ্যেই দেশবাসীকে আরও একটি সুসংবাদ দিল কেন্দ্র। লকডাউনের আওতায় আর থাকছে না সেলুন, বিউটি পার্লার, স্পা এবং স্যালোঁ। অর্থাৎ চতুর্থ দফার লকডাউনের প্রথম দিন থেকে রেড জোন-সহ দেশের বিভিন্ন প্রান্তে সেলুন, বিউটি পার্লার খোলা যাবে বলে জানিয়েছে কেন্দ্র। ‘কনটেনমেন্ট জোন’-এ অবশ্য সেলুন খোলার অনুমতি দেওয়া হয়নি।
রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে, রেড, অরেঞ্জ ও গ্রিন – এই তিন জোনেই সব দোকান এবং বাজার খোলা যাবে। ‘কনটেনমেন্ট জোন’-এ অবশ্য দোকান খোলার বিধিনিষেধে কোনো ছাড় দেওয় হয়নি। সেখানে শুধু অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খুলবে। তবে চতুর্থ দফার লকডাউনে কোথাও শপিং মল খোলার অনুমতি দেওয়া হয়নি।
আরও পড়ুনঃ করোনা থাবা এবার রাইসিনা হিলসে
রেড, অরেঞ্জ ও গ্রিন জোনে সেলুন, বিউটি পার্লার, স্পা এবং স্যাঁলো খোলা রাখার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তবে দোকান খুললেও সতর্কতা মেনে চলতে হবে বলে জানিয়েছে কেন্দ্র। ক্রেতাদের মধ্যে কমপক্ষে ছ’ফুট দূরত্ব বজায় রাখতে হবে এবং দোকানে একসঙ্গে পাঁচজনের বেশি ঢুকতে দেওয়া যাবে না। কেন্দ্রের এহেন ঘোষণায় খুশি আমজনতা। দীর্ঘ দুমাস ধরে সেলুন বন্ধ থাকায় অস্বস্তিবোধ করছিলেন অনেকেই। চতুর্থ দফার লকডাউনে জনসাধারণের সেই অস্বস্তি কিছুটা কমবে বলেই আশা করা যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584