মোহনা বিশ্বাস, কলকাতাঃ
২৭ অক্টোবর দশেরা উপলক্ষে সল্টলেক সেন্ট্রাল পার্কে ২০ ফিটের রাবণ পোড়াল সল্টলেক সাংস্কৃতিক সংসদ কমিটি এবং সানমার্গ। পাশাপাশি ১৫ ফিট উচ্চতার মেঘনাদ এবং কুম্ভকর্ণকেও পোড়ানো হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর প্রশাসক ফিরহাদ ববি হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, সংসদের প্রক্তন সদস্য বিবেক গুপ্তা, সল্টলেক সাংস্কৃতিক সংসদ কমিটির সভাপতি ললিত বেরিওয়ালা-সহ অন্যান্যরা। করোনা বিধি মেনেই অনুষ্ঠিত হয় দশেরার এই অনুষ্ঠানটি।
আরও পড়ুনঃ দুর্গাপুজোর রেশ না কাটতেই শুরু হল উত্তরবঙ্গে ভান্ডানী পুজাে
এই অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল নাগরিক এবং পশ্চিমবঙ্গের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরা। এই অনুষ্ঠানটি হাজার হাজার মানুষের নজর কেড়েছে। এই বার্ষিক অনুষ্ঠানে রাক্ষস রাজা রাবনের একটি প্রতিমূর্তি দাহ করা হয়েছিল। এছাড়াও এদিন শিক্ষা, স্বাস্থ্য এবং স্কুল, দাতব্য চিকিৎসালয়, রক্তদান, বই বিতণের মতো বিভিন্ন কর্মসূচী পালন করে সল্টলেক সাংস্কৃতিক সংসদ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584