বিতর্ক সঙ্গীই রয়েছে সমীর ওয়াংখেড়ের, এবার অভিযোগ নিজের নামে বার লাইসেন্স রাখার

0
53

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

এনসিবি জোনাল ডিরেক্টর পদে সমীর ওয়াংখেড়ে-র কার্যকালের মেয়াদ শেষ হয়েছে কিছুদিন আগে, এবার সেই পদে অতিরিক্ত দায়িত্ব পাচ্ছেন ইনদওরের জ়োনাল ডিরেক্টর ব্রিজেন্দ্র চৌধরী। ইতিমধ্যেই সমীর ফিরে গিয়েছেন ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টেলিজেন্সে (ডিআরআই)। ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তের জন্য ইন্ডিয়ান রেভেনিউ সার্ভিসের ২০০৮ ব্যাচের ওই আধিকারিককে সাময়িক ভাবে নিয়ে আসা হয়েছিল এনসিবি-তে।

Sameer Wankhede
এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে

তবে যেখানেই যান বিতর্ক পিছু ছাড়ছেনা সমীরের। মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিক সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসে একটি অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, সমীর ১৯৯৭ সালের অক্টোবর মাস থেকে নিজের নামে বার লাইসেন্স রেখেছেন। সরকারি আধিকারিক হিসাবে তিনি আদৌ এমনটা করতে পারেন কি-না, সেই প্রশ্ন তুলে তদন্ত চেয়েছেন নবাব।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালের ৩১ অগস্ট থেকে এনসিবির মুম্বইয়ের জ়োনাল ডিরেক্টর ছিলেন সমীর। পরে তাঁর কার্যকালের মেয়াদ তিন মাস বৃদ্ধি করা হয়। সমীর ওয়াংখেড়ে এনসিবি জোনাল ডিরেক্টর থাকাকালেই নবাব মালিকের জামাই সমীর খানকে মাদক মামলায় গ্রেফতার করে এনসিবি।

আরও পড়ুনঃ লখিমপুর কান্ডে মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্রই, চার্জশিটে জানাল পুলিশ

এরপর থেকেই ধারাবাহিক ভাবে সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে একের পর এক দ্বিচারিতার অভিযোগ তুলেছেন নবাব মালিক, বিষয়টি গড়িয়েছে আদালতেও। নবাব মালিকের দাবি, তিনি ধারাবাহিক ভাবে ‘সত্য’ ফাঁস করে চললেও প্রাক্তন ওই এনসিবি আধিকারিক তাঁর অন্যায় ও অনৈতিক কাজ অব্যাহত রেখেছেন এবং নিরপরাধ লোকজনকে ফাঁদে ফেলার চেষ্টা করে চলেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here