শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
মায়া নগরী মুম্বাইয়ের সেলেব জগতে নিষিদ্ধ মাদকের বহুল ব্যবহারের অভিযোগ নতুন নয়। সাম্প্রতিক অতীতে একাধিক বার উঠে এসেছে এই ধরণের অভিযোগ। ইতিমধ্যেই অবৈধ মাদক ব্যাবহারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান।
মুম্বাইয়ের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো গ্রেপ্তার করেছে তাঁকে। একটি প্রমোদতরীতে মাঝ সমুদ্রে চলা এক ‘রেভ পার্টি’, থেকে শাহরুখ তনয় সহ বেশ কয়েকজনকে বেআইনি মাদক রাখা ও সেবন করার অভিযোগে আটক করে এনসিবি-র একটি দল যার নেতৃত্বে ছিলেন আইআরএস আধিকারিক সমীর ওয়াংখেড়ে, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর।
কে এই সমীর ওয়াংখেড়ে যিনি বলিউডের মাদক ব্যবসায়ীদের ত্রাস হয়ে উঠেছেন! অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগসূত্র খুঁজে বের করার নেতৃত্বে ছিলেন ২০০৮ ব্যাচের আইআরএস আধিকারিক সমীর ওয়াংখেড়ে। শাহরুখ তনয়ের মাদক যোগেও সংবাদ শিরোনামে মধ্য তিরিশের এই আইআরএস আধিকারিক সমীর ওয়াংখেড়ে। গত দু’বছরে তাঁর নেতৃত্বে ১৭ হাজার কোটি টাকার বেআইনি মাদক বাজেয়াপ্ত করেছে এনসিবি।
আরও পড়ুনঃ পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার অনুমতি দিল নির্বাচন কমিশন
২০১১ সালে বিমান বন্দরে ক্রিকেট বিশ্বকাপ ট্রফির কাস্টমস ডিউটি আদায় থেকে শুরু করে গায়ক মিকা সিং-কে বৈদেশিক মুদ্রা সহ মুম্বাই বিমানবন্দরে আটক করা, অনুরাগ কাশ্যপ, বিবেক ওবেরয় এবং রাম গোপাল বর্মা সহ বহু বলিউড সেলিব্রিটির মালিকানাধীন সম্পত্তিতে কর সংক্রান্ত বিষয়ে অভিযান চালানো একাধিক সাফল্যের পালক রয়েছে তাঁর মুকুটে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584