বিডেন প্রশাসনের শীর্ষ পদে কাশ্মীর কন্যা

0
99

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের হোয়াইট হাউস অভিষেক আগামী ২০ জানুয়ারি। ক্ষমতা হস্তান্তরের আগেই নিজের পর্ষদদের বাছাই করে নিয়েছেন বিডেন। বিডেন জমানায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্তা-ব্যক্তিদের মধ্যে থাকছে বেশ কিছু ভারতীয় বংশোদ্ভূত মুখ। তার মধ্যে অন্যতম, ইন্দো-মার্কিন সমীরা ফাজিলি; জাতীয় অর্থনৈতিক পর্ষদের ডেপুটি ডিরেক্টর পদে এই কাশ্মির কন্যাকেই বেছে নিয়েছেন বিডেন।

Sameera Fazili | newsfront.co
সমীরা ফাজিলি

ওয়াশিংটনের সাদা বাড়িতেই বসেই দপ্তর সামলাবেন সমীরা। জাতীয় অর্থনৈতিক পর্ষদ দেশের অর্থনীতির নীতি নির্ধারণ করে। একই সঙ্গে রাষ্ট্রপতির অর্থনৈতিক উপদেষ্টা হিসাবেও কাজ করে ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল।

Biden with Sameera Fazili | newsfront.co

বর্তমানে ফাজিলি বিডেন-হ্যারিসের অর্থনৈতিক উপদেষ্টা সংস্থার প্রধান। এর আগে তিনি ছিলেন ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক অফ অ্যাটলান্টার শীর্ষ পদে। ইয়েল ল স্কুল এবং হার্ভার্ড কলেজের স্নাতক তিনি। তিন সন্তানের মা সমীরা ফাজিলি বর্তমানে স্বামী-সন্তান সহ জর্জিয়ার বাসিন্দা।

আরও পড়ুনঃ হোয়াইট হাউসের প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টগুলি বিডেনকে হস্তান্তর করবে টুইটার

সমীরা বিডেন প্রশাসনের দ্বিতীয় কাশ্মীর জাত মহিলা। গত ডিসেম্বরে আরেক কাশ্মীরি বংশোদ্ভূত আইশা শাহকে হোয়াইট হাউসের ডিজিটাল স্ট্র্যাটেজির দফতরে শীর্ষ পদের জন্য বেছে নেওয়া হয়। এর আগে ওবামা প্রশাসনেও সমীরা ফাজিলি হোয়াইট হাউসের অর্থনৈতিক পর্ষদের শীর্ষ উপদেষ্টার পদ সামলেছেন। স্বরাষ্ট্র ও বিদেশ অর্থনৈতিক কর্মকাণ্ডের শীর্ষ আধিকারিক ছিলেন ফাজিলি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here