২৬ জুন দেশব্যাপী ‘রাজভবন ঘেরাও’ কর্মসূচি ঘোষণা সংযুক্ত কিষান মোর্চার

0
64

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

ফের নয়া বিক্ষোভ কর্মসূচি ঘোষণা সংযুক্ত কিষাণ মোর্চার। কৃষি আইন বাতিলের দাবিতে রাজ্যে-রাজ্যে আগামী ২৬ শে জুন ‘রাজভবন ঘেরাও’ -এর ডাক দিল কৃষক ইউনিয়ন। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর দিল্লিতে আন্দোলনরত কয়েকজন কৃষকও করোনায় আক্রান্ত হলে বিক্ষোভ কর্মসূচীতে রাশ টানে কৃষকরা।

Delhi farmers protest | newsfront.co

বিক্ষোভকারী কৃষক ইউনিয়ন শুক্রবার ঘোষণা করে যে, তিনটি কেন্দ্রীয় কৃষি বিপণন আইনের বিরুদ্ধে তাদের আন্দোলনের সাত মাস পূর্ণতায় ২৬ শে জুন সারাদেশের গভর্নর হাউসে বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করবে। ৪০ টিরও বেশি কৃষক ইউনিয়ন নিয়ে গঠিত এই সংযুক্ত কিষাণ মোর্চা জানায়, রাজভবনে বিক্ষোভের সময় কালো পতাকা প্রদর্শন করা হবে এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে স্মারকলিপিও পাঠাবে তারা।

কিষাণ মোর্চার কৃষক নেতা ইন্দ্রজিৎ সিং সাংবাদিক সম্মেলনে বলেন, ‘কৃষি বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ -এই স্লোগান নিয়ে রাজ্যপালদের প্রশাসনিক কার্যালয়ে অবস্থান বিক্ষোভ করবেন কৃষকরা।

আরও পড়ুনঃ অজুহাত না দেখিয়ে পশ্চিমবঙ্গকে ‘এক দেশ এক রেশন কার্ড’ চালুর নির্দেশ শীর্ষ আদালতের

প্রসঙ্গত, পাঞ্জাব, হরিয়ানা এবং পশ্চিম উত্তর প্রদেশের হাজার হাজার কৃষক দিল্লি সীমান্তে ছয় মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে গেছেন। তাদের বক্তব্য, এই তিনটি কৃষি আইন মেনে নিলে তাদের বড় কোনো কর্পোরেটের ওপর নির্ভর করে থাকতে হবে এবং এমএসপি শাসনের অবসান ঘটাবে।অপরদিকে কেন্দ্র সরকার জানায়, এই সমস্ত উদ্বেগ ভিত্তিহীন এবং নতুন কৃষি আইন কৃষক সমর্থক।

উল্লেখ্য, কৃষি আইনে স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বহাল থাকবে এই রায়। নতুন তিন কৃষি আইন ঘিরে যে জট সৃষ্টি হয়েছে, তা সমাধানে আলাপ-আলোচনাতেই জোর দিয়েছে শীর্ষ আদালত। সেই কারণে, কৃষি আইন পর্যালোচনায় চার সদস্যের বিশেষজ্ঞ কমিটিও গঠন করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here