নিউজ ফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
৬ জুলাই ভারতে লঞ্চ করল স্যামসাং গ্যালাক্সি এফ২২ (Samsung Galaxy F22)। স্যামসাং- এর ‘F’ সিরিজের এটি চতুর্থ ফোন। ফোনটি কেনা যাবে ১৩ জুলাই দুপুর ১২ টা থেকে। লঞ্চ অফারে প্রি-পেইড লেনদেনে এক হাজার টাকা অব্দি ছাড় থাকবে। অ্যামাজন (Amazon), ফ্লিপকার্ট (Flipkart) এবং স্যামসাং (Samsung) অনলাইন স্টোর থেকে ভারতে কিনতে পাওয়া যাবে।
অন্যান্য ফিচার:
ডিসপ্লে: ৬.৪ ইঞ্চি, সুপার অ্যামোলেড, HD+
প্রসেসর: মিডিয়াটেক হেলিও জি৮০
ফ্রন্ট ক্যামেরা: ১৩ মেগাপিক্সেল
রেয়ার ক্যামেরা: ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেনসর + ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর + ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার+ ২ মেগাপিক্সেল ডেপথ সেনসর
র্যাম (RAM): ৪/৬ জিবি
স্টোরেজ: ৬৪/১২৮ জিবি
ব্যাটারি: ৬০০০ এমএএইচ (mAh), ২৫ ওয়াট ফাস্ট সাপোর্ট চার্জিং
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১১
রেজোলিউশন: ৭২০x১৬০০ পিক্সেল
রং ভ্যারিয়েশন: ডেনিম ব্লু (Denim Blue), ডেনিম ব্ল্যাক (Denim Black)
ফোনটির ভারতীয় মূল্য: –
৪জিবি+৬৪জিবি = ১২,৪৯৯ টাকা
৬জিবি+১২৮জিবি = ১৪,৪৯৯ টাকা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584