শ্যামল রায় কালনাঃ
রবিবার থেকে পূর্ব বর্ধমান জেলার সর্ববৃহৎ তাঁত হাট চালু হলো। সমুদ্রগড়ের তাঁত কাপড়ের হাট চালুতে খুশি এলাকার তাঁতিরা। এই তাঁতের হাট চালুর আগের দিন শনিবার রাজ্যের মন্ত্রী স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ তত্ত্বাবধানে সমস্ত বিল্ডিংয়ে জীবানুনাশক স্প্রে করা হয়েছে।
হাটের অন্যতম কর্ণধার সুবীর কুমার কর্মকার জানিয়েছেন, সপ্তাহে চার দিন হাট বসবে। সামাজিক দূরত্ব বজায় রেখে এই তাঁতের হাটে কেনা বেচা হবে বলে জানানো হয়েছে। সমুদ্রগড় এলাকায় অধিকাংশ মানুষ তাঁত শিল্পের উপর নির্ভরশীল। সামনে পূজোর মরশুম শুরু হয়ে গিয়েছে। তাই বাড়িতে বসে তাঁতের শাড়ি বুনন করলেও শাড়ির দাম ছিল খুব কম। তাঁতিরা কম দামে মহাজনের খপ্পরে পড়ে শাড়ি বিক্রি করছিল। তাঁতের হাট চালু হওয়াতে এলাকার গরিব তাঁতিরা তাদের শাড়ি বিক্রি করতে পারবে এবং সংসার চালাতে পারবেন।
আরও পড়ুনঃ সোমবার থেকে মালদহে সরকারি বাস চালাবে প্রশাসন
তবে সুবীর কুমার কর্মকার জানিয়েছেন, ‘লকডাউনের কারণে বাইরে থেকে বড় বড় ব্যবসায়ী আসতে পারবেন না। তবে এলাকার তাঁতিরা তাদের উৎপাদিত শাড়ি এলাকার ব্যবসায়ীদের কাছে বিক্রি করে কিছুটা হলেও স্বস্তি পাবেন।’ মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, ‘লকডাউনের ফলে বহু মানুষ আছেন যারা অভাবের মধ্যে পড়েছেন। সেই সমস্ত তাঁতিদের সূরাহা হবে হাটে কেনাবেচা করায়।’ তিনি সমস্ত রকম সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584