মারাদোনার নামে হবে নাপোলির স্টেডিয়াম

0
85

অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ

নাপোলি জানে তার সব কিছু আর তাই ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনার মৃত্যুর পর নেপলস্-এর মেয়র লুইজি দ্য ম্যাজিস্ট্রেট নাপোলি ফুটবল ক্লাবকে অনুরোধ করেছিলেন যে তাদের স্টেডিয়ামের নাম সান পাওলো বদলে দিয়েগো মারাদোনা নামে নামাঙ্কিত করার জন্য। সমর্থকদের দাবিও ছিল সেটাই।

Diego Maradona | newsfront.co

প্রস্তাব মেনে নিয়ে ইতালির ফুটবলের ঐতিহ্যবাহী নাপোলি তাদের হোম গ্রাউন্ডের নামকরণ করতে চলেছে দিয়েগো আর্মান্দো মারাদোনা স্টেডিয়াম। কারণ নাপোলি বিশ্বফুটবলে পরিচিতি লাভ করেছে আর্জেন্টিনার এই তারকার দৌলতেই। মারাদোনার হাত ধরেই খ্যাতির শীর্ষে পৌঁছেছে নাপোলি।

আরও পড়ুনঃ আই লাভ ইউ বলতে শিখিয়েছো শোক গাথায় লিখলেন পেলে

ফুটবল জীবনে নাপোলিতে দীর্ঘদিন কাটিয়েছেন ফুটবলের রাজপুত্র। ১৯৮৭ এবং ১৯৯০ সালে সিরি-এ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মারাদোনা। নাপোলিকে উয়েফা কাপ জিতিয়েছিলেন তিনি। ক্লাবের কিংবদন্তি ফুটবলারের চলে যাওয়ায় কার্যত শোকের আবহে গোটা নেপলস শহর।

আরও পড়ুনঃ নর্থ ইস্টের বিরুদ্ধে চোট সমস্যাই বড় ইস্টবেঙ্গলের

উল্লেখ্য, মারাদোনার মৃত্যুর পর ইউরোপা লিগের ম্যাচে রিজেকার বিরুদ্ধে প্রিয় তারকা মারাদোনার ১০ নম্বর জার্সি পরে মাঠে নামেন নাপোলির ফুটবলাররা। মৃত্যুর পরের দিনই গোটা স্টেডিয়াম মারাদোনার ছবি ও জার্সির রঙে সাজানো হয়েছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here