সুদীপ পাল,বর্ধমানঃ
অজয় নদীতে বালি চোরদের বিরুদ্ধে বিএলআরও অভিযানে ধরা পড়ল অবৈধ বালি বোঝাই পাঁচটি লরি। জেসিবি মেশিন দিয়ে অবাধে চলছে নদীগর্ভ থেকে বালি উত্তোলন। বালিভর্তি লরি বিলপাড়া রাস্তা দিয়ে আউশগ্রামের জঙ্গল অথবা বুদবুদ দিয়ে জাতীয় সড়কে যাচ্ছে। তারপর সেখান থেকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যাচ্ছে তারা।বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষ্মণ ঘড়ুই জানান,“শাসকদল ও পুলিশের মদতেই চলছে ওইসব বালিঘাট।” পুলিশ সূত্রে জানা যায়,সকাল থেকে রাত পর্যন্ত প্রায় আড়াই’শ ট্রাক বালি ওঠে শুধু সাতকাহানিয়া ঘাটে। বনকাটির এই সাতকাহানিয়ার মত এলাকাগুলিতে বালি তোলার কোনও বৈধ অনুমতি নেই।বালিবোঝাই যে পাঁচটি লরি আটক করেছে ভুমি রাজস্ব আধিকারিকরা তার একটির ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে,বাকি চারটি আটক আছে।গলসীর তৃণমূল বিধায়ক অলোক মাঝি বিরোধীদের অভিযোগ অস্বীকার করে বলেন, দলের যদি কেউ জড়িত থাকে রেয়াত পাবে না। আইন আইনের পথে চলবে।
আরো পড়ুনঃ নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584