নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
শনিবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের চন্দনপুরে অবৈধ খাবে বালি পাচার করার সময় গ্রামবাসীরা রাস্তা আটকে খবর দেয় পুলিশ প্রশাসন সহ বিএলআরও আধিকারিকদের ৷ আধিকারিকরা অবৈধ বালির গাড়ি আটক করে ৷ এরপর ওই এলাকার জুকি গ্রামের পঞ্চায়েত সদস্য আটক করা বালি বোঝাই গাড়ি ছাড়িয়ে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে ৷
আরও পড়ুনঃ আসানসোলে গ্রেফতার সৌমিত্র, প্রতিবাদে বাঁকুড়ায় পথ অবরোধ
আর এর বিরুদ্ধে সরব হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্ব ৷ এই বিষয়ে কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, “শাসক দলের কিছু নেতাদের উস্কানিতে এবং পুলিশ প্রশাসনের মদতে এইরকম ভাবে চলছে অবৈধ বালি পাচার ৷
আরও পড়ুনঃ মহামারিতে মানুষের পাশে দাঁড়াতে পুজো বাজেটে কাটছাঁট কান্দিতে
আমরা এর তীব্র নিন্দা করি, এবং যেভাবে আটক করা বালির গাড়ি গুলি তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য ছাড়িয়ে নিয়ে যাচ্ছে তার আমরা তীব্র নিন্দা করছি এবং আগামী দিনে এর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584