নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
প্রশাসনের আইন কে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে কিছু অসাধু বালি ব্যবসায়ী পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের কংসাবতী নদীর চর থেকে অবাধে লুট করছে বালি।
দিনের পর দিন এই ভাবে বালি চুরির ঘটনা অব্যাহত রয়েছে মেদিনীপুর সদর ব্লকের আয়মা গোপালপুর ও জাগুল এলাকা সংলগ্ন কংসাবতী নদীর গর্ভে। প্রতিদিন সূর্যের আলো ভালো করে ফোটার আগেই ভোরবেলা বালি চুরি হয়ে যাচ্ছে। বালি নিয়ে যাওয়া গরু বা মহিষের গাড়ি লাইন করে দাঁড়িয়ে রয়েছে। অবাধে এই লুটতরাজ চালাচ্ছে বালি মাফিয়া বলে পরিচিত এই অসাধু ব্যক্তিরা।
আরও পড়ুনঃ নির্মল বাংলা প্রকল্পে শৌচালয় তৈরিতে দুর্নীতির অভিযোগ বালুরঘাটে
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন- “অভিনব উপায় অবলম্বন করে কে বা কারা গাড়ির বদলে একেবারে কাকভোরে মহিষ, গরুর গাড়িতে করে অবাধে নদীর চর থেকে বালি চুরি করে নিয়ে যাচ্ছে। সরু সরু গলি পথে নিয়ে গিয়ে তারা বিভিন্ন জায়গায় অবলীলায় বালি পাচারও করছেন। প্রশাসনের নজর এড়িয়েই এই ব্যক্তিরা ভোরের বেলা অবাধে এই কাজ করে চলেছেন।
আরও পড়ুনঃ দুর্লভপুরে শেয়ালের আক্রমণে আতঙ্কিত এলাকাবাসী
নদী গর্ভে এই ভাবে বালি তুলতে থাকলে স্থানীয় বাসিন্দারা চরম সংকটে পড়বেন বলে জানান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসন এই ব্যাপারে একটু নজর দিক, যাতে অবৈধ ভাবে যেখানে সেখানে এই বালি চুরি রোধ করা যায় বলে স্থানীয় বাসিন্দারা জানান।
প্রতিদিন বেআইনিভাবে যে প্রক্রিয়ায় ওই এলাকায় কংসাবতী নদীর চর থেকে বালি মাফিয়ারা বালি তুলে পাচার করছে তাতে সমস্যায় পড়বেন এলাকার বাসিন্দারা। তাই তারা বিষয়টি ভূমি সংস্কার দফতর ও পুলিশ প্রশাসনকে জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584