নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর ব্যাডমিন্টন সংস্থা আয়োজিত সন্ধ্যা ধর ট্রফি ব্যাডমিন্টন প্ৰতিযোগীতায় মঙ্গলবার টান টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়।এই খেলায় উত্তর দিনাজপুর জেলার দুই ব্যাডমিন্টন প্রতিযোগী সুরজ ও অয়ন চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
জানা যায় অনুর্ধ ১৭ (ছেলেদের)প্ৰতিযোগীতায় উত্তর দিনাজপুরের অয়ন পাল ২১-১০ও২১-৮ পয়েন্টসে আদিত্য মন্ডলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।অন্যদিকে অনুর্ধ ১৯ (ছেলেদের) ফাইনালে উত্তর দিনাজপুরের সুরজ চক্রবর্তী টান টান উত্তেজনার মধ্যে ১৩-২১,২১-১৭ ও ২১-১৮ পয়েন্টসে সূর্য দাসগুপ্তকে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।অপরদিকে (মেয়েদের) অনুর্ধ ১৭ বিভাগে সুতন্বী সরকার ২১-১৩ ও ২১-১৫ পয়েন্টসে রুদ্রানী মুখার্জীকে যেমন হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় তেমনি অনুর্ধ ১৯ বিভাগেও ২১-১৩ ও ২১-১৬ পয়েন্টসে মেহাক মালোকে হারিয়েও চ্যাম্পিয়নের মর্যাদা লাভ করে।প্রতিযোগীতার অন্যান্য বিভাগে চ্যাম্পিয়ন ও রানার্স হয় অনুর্ধ ১৫ (ছেলেদের)বিভাগে অঙ্কিত মন্ডল ও প্রীতম মন্ডল।অনুর্ধ ১৫ (মেয়েদের) বিভাগে সায়নি সরকার ও অহনা ধর চ্যাম্পিয়ন ও রানার্স হয়।অনুর্ধ ১৩ ( ছেলেদের) বিভাগে সামর্থ রাজ গরিয়া ও চন্ড্রিল মান্না।অনুর্ধ ১৩ (মেয়েদের) শ্রেয়া সিং ও সম্প্রীতি পাল চ্যাম্পিয়ান ও রানার্স হয়।
আরও পড়ুনঃ আন্তঃজেলা ভলিবলে (পুরুষ)বিভাগে চ্যাম্পিয়ন উত্তর দিনাজপুর
দীর্ঘ ৬ দিনের ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেষে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার ও প্রাইজ মানি তুলে দেন ডোনার সুনন্দা ধর এবং উত্তর দিনাজপুর জেলা ব্যাডমিন্টন সংস্থার বর্ষীয়ান কার্যকরী সভাপতি তারাশংকর ভট্টাচার্য ও উত্তর দিনাজপুর জেলা ব্যাডমিন্টন সংস্থার সম্পাদক নির্মল কুমার ঘোষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584