নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
ফের অপমানিত বাংলার শিল্পী। কেন্দ্রীয় সরকারের তরফে ফোন করে জানতে চাওয়া হল শিল্পী কি ‘পদ্মশ্রী’ সম্মান নেবেন? তাহলে তাঁর নাম ঘোষণা করা হবে। অপমানিত বোধ করে সরাসরি পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। দিল্লি থেকে ফোন করে ঠিক এভাবেই জানতে চাওয়া হয় শিল্পীর কাছে যে তিনি পদ্মশ্রী সম্মান নিতে ইচ্ছুক কিনা। এতে স্বাভাবিকভাবেই অপমানিত বোধ করেন তিনি এবং তখনই ফোনেই জানিয়ে দেন যে এই পুরস্কার তিনি নিচ্ছেন না। নবতিপর শিল্পীর কণ্ঠে একরাশ হতাশা ও অপমানের যন্ত্রণা। উল্লেখ্য, ১৯৮৭ সালে একই ভাবে পদ্মশ্রী ফিরিয়েছিলেন সংগীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।
কেন্দ্রীয় সরকারের সচিবালয় থেকে মঙ্গলবার সন্ধ্যাবেলা ফোন আসে তাঁর কাছে। সচরাচর তিনি ফোন ধরেন না, তবে কেন্দ্রীয় সরকারের তরফে ফোন শুনে তা ধরেন। তখন অপরপ্রান্ত থেকে হিন্দিতে প্রশ্ন আসে যে, তাঁকে পদ্মশ্রী সম্মান দেওয়া হলে তিনি তা নেবেন কিনা। তখনই হিন্দিতেই কেন্দ্রের প্রতিনিধিকে জানিয়ে দেন এই পুরস্কারের প্রয়োজন নেই তাঁর। তিনি। তাঁর সমসাময়িক শিল্পীরা যেখানে অনেক আগেই পদ্মভূষণ থেকে ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন সেখানে সংগীত জগতে এত অবদানের পর এই বয়সে এসে পদ্মশ্রী সম্মান!
সংবাদমাধ্যমের তরফে তাঁকে প্রশ্ন করা হলে বলেন, ” আমি বলে দিয়েছি আমার পদ্মশ্রীর কোনও দরকার নেই। শ্রোতারাই আমার সব।” শাস্ত্রীয় সংগীত থেকে আধুনিক বাংলা গান- সর্বত্র যার অবাধ আনাগোনা সেই শিল্পী আর যাই হোক পদ্মশ্রীর আশা করেন না এবং তাও এই ভাবে ফোন করে জানতে চাওয়া! “ শিল্পীর আর কোন সম্মান নেই”, একরাশ হতাশা নিয়ে একথা ব্যক্ত করেন প্রবাদপ্রতিম শিল্পী।
আরও পড়ুনঃ কলকাতা থেকে বহরমপুর বাড়ি ফেরার পথে দূর্ঘটনার কবলে বিশিষ্ট সমাজসেবী মোহনলাল রশিদ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584