টেলি ও ওয়েব সিরিজের নায়িকা হিসেবে বড়পর্দায় ডেবিউ করছেন সন্দীপ্তা সেন

0
153

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

ছোটপর্দা থেকে বেশ কিছুদিন হল দূরে টেলিপর্দার জনপ্রিয় নায়িকা সন্দীপ্তা সেন। তিনি একজন মনোবিদও বটে। টেলিপর্দা থেকে কিছুদিনের ব্রেক নিয়ে মন দিয়ে মানুষের মন বোঝার কাজটি করছিলেন তিনি। শেষ দেখা যায়, সান বাংলার ‘আয় খুকু আয়’ ধারাবাহিকে। তাঁর বিপরীতে ছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। আর এবার বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন তিনি।

Sandipta Sen | newsfront.co
সন্দীপ্তা সেন, অভিনেত্রী

মৈনাক ভৌমিক পরিচালিত আসন্ন ছবি ‘একান্নবর্তী’। সেখানেই অভিনয় করতে দেখা যাবে সন্দীপ্তাকে। ছবিতে সন্দীপ্তা সেন নামেই ধরা দেবেন তিনি। এখানেও টেলিপর্দার এবং ওয়েব সিরিজের নায়িকা হিসেবে পাওয়া যাবে অভিনেত্রীকে।

Tele actress Sandipta Sen | newsfront.co
সন্দীপ্তা সেন

মঙ্গলবার হয়ে গেল ছবির শুভ মহরত। জুলাই মাস থেকে শুরু হবে শুটিং। ৩ নভেম্বর দর্শক দরবারে আসবে এস ভি এফ প্রযোজিত মৈনাক ভৌমিক পরিচালিত ছবি ‘একান্নবর্তী’।

আরও পড়ুনঃ আগামিকাল থেকে শুরু হবে নতুন ও পুরনো ধারাবাহিকের শুটিং

নিউজ ফ্রন্টকে সন্দীপ্তা জানান- “মৈনাকের সঙ্গে অনেকদিন থেকেই কাজের ইচ্ছে। পরের পর মেগা করছিলাম। তার ফলে বড়পর্দায় অফার এলেও করে উঠতে পারিনি। কারণ সময় পাওয়া যায় না। এবার ‘একান্নবর্তী’ দিয়ে আমার ডেবিউ বড়পর্দায়। মজাটা হল, আমি টেলিপর্দা এবং ওয়েব সিরিজের নায়িকা সন্দীপ্তা সেন হিসেবেই চরিত্রটা করছি, যেটা বাস্তবজীবনেও আমি করে থাকি। আর সেটা করছি বড়পর্দায়। সুতরাং আমার বাস্তবটাই একপ্রকার উঠে আসছে ‘একান্নবর্তী’তে। তাই দারুণ এক্সাইটেড আমি।” সন্দীপ্তার নতুন পথ চলায় রইল টিম নিউজ ফ্রন্টের শুভেচ্ছা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here