সারদামণির ভূমিকায় সন্দীপ্তা সেন

0
190

নবনীতা দত্তগুপ্ত,বিনোদন ডেস্কঃ

পরপারের উদ্দেশ্যে যাত্রা করলেন রানি মা। থেকে গেল তাঁর তৈরি মন্দির এবং তাঁর বিশাল পরিবার ও সাম্রাজ্য। এবার ‘করুণাময়ী রানী রাসমণি- উত্তরপর্ব’ হাজির দর্শক দরবারে। সম্প্রতি চ্যানেলের তরফে হাজির হয়েছে নতুন প্রোমো।

Sandipta Sen
ছবিঃ ইনস্টাগ্রাম

‘করুণাময়ী রানী রাসমণি- উত্তরপর্ব’-তে শ্রী শ্রী রামকৃষ্ণের জীবনের নানা অধ্যায় উঠে আসবে টেলিভিশনের পর্দায়। শ্রী রামকৃষ্ণ দীক্ষিত হবেন নানা ধর্মে৷ সেই সবই চাক্ষুষ করবে টেলিদর্শক। আসবে নতুন চরিত্র, ভৈরবী যোগেশ্বরী। এই চরিত্রে অদিতি চট্টোপাধ্যায়। একইসঙ্গে পূর্ণ বয়স্কা মা সারদারও মহিমা উঠে আসবে পর্দায়৷ সারদামণির ভূমিকায় থাকছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ সন্দীপ্তা সেন।

Rani Rashmoni
ছবিঃ ইনস্টাগ্রাম

‘দুর্গা’ ধারাবাহিকের হাত ধরে তাঁর টেলিভিশনে অভিষেক ঘটে। এরপর ‘টাপুর টুপুর’, ‘তুমি আসবে বলে’, ‘প্রতিদান’, ‘আয় খুকু আয়’ ধারাবাহিকে দাপিয়ে অভিনয় করেছেন তিনি। ব্রেক নিয়েছিলেন কদিনের। কিন্তু কতদিন? আসতেই হল তাঁর ভক্তকূলের থুড়ি দর্শকের কাছে।

এবার মা সারদার ভূমিকায় তাঁর মহিমা দেখানোর পালা। প্রোমোতে তাঁর লুক মনে করিয়ে দিচ্ছে ‘দুর্গা’ ধারাবাহিকের কথা। এর আগে মৈনাক ভৌমিকের আসন্ন ছবি ‘একান্নবর্তী’ নিয়ে তাঁর সঙ্গে কথা বললে তিনি তখনই জানান টেলিভিশনে একটা বড় চমক আসছে। ফিরছেন তিনি টেলি ভক্তদের কাছে।

আরও পড়ুনঃ টেলিপাড়ায় জবর খবর, রানির বিপরীতে দেখা যাবে সৌম্য মুখার্জিকে

কিন্তু সেদিন খোলসা করেননি এত বড় চমকের কথাটি৷ কিন্তু গোপন কথাটি রইল না গোপন। সারদা মায়ের লুকে দিব্যি মানিয়েছে স্নিগ্ধ সন্দীপ্তাকে। রইল শুভেচ্ছা। ‘করুণাময়ী রানী রাসমণি- উত্তরপর্ব’ দেখুন সন্ধে সাড়ে ৬ টায় টেলিভিশনের পর্দায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here