নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
মহেন্দ্র সিং ধোনির অবসরের পর তার প্রশংসা করেছে গোটা বিশ্ব। তবে নিজের স্বামী তথা প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে ধোনির তুলনা করলেন সানিয়া।

এদিন এক সাক্ষাৎকারে তিনি জানান, ওর সঙ্গে আমার স্বামী শোয়েব মালিকের অনেক মিল। দুজনেই মাঠে খুব শান্ত থাকে। তাই ধোনিকে দেখলেই আমার নিজের স্বামীর কথা মনে পড়ে। দুজনেই কিন্তু চাইলে অন্যভাবে অবসর নিতেই পারতো জমকালো ভাবে। কারণ ওরা দুজনেই নিজের দেশকে অনেক কিছু দিয়েছে।
#DHONI what a legend you are .. one of my all time fav athletes and personalities on and off the field .. thank you for everything you have done and good luck with the future .. it’s been an honor to be an athlete in the same era as you from the same country 🙏🏽
— Sania Mirza (@MirzaSania) August 16, 2020
আরও পড়ুনঃ বিরাটের দলই সর্বকালের সেরা ভারতীয় দল জানান গাভাসকার
কিন্তু তাঁদের কাছে সবার আগে নিজের টিম। আর ধোনির একটা বিদায়ী ম্যাচ পাওয়া উচিত ছিল।’ ১৫ আগষ্ট ধোনির অবসরের পর ১৬ আগষ্ট টুইটে শুভেচ্ছা জানান সোনিয়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584