ফিরে আসার লড়াইতে অলিম্পিকের লক্ষ্য পিছিয়ে গেল টেনিস সুন্দরী সানিয়া মির্জা

0
597

প্রীতম সরকার

স্বপ্ন অধরাই থেকে গেল ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার। তাঁর স্বপ্ন ছিল এবছরের অলিম্পিকে অংশ নেওয়ার। বস্তুত, মা হোয়ার পরে এভাবেই নিজের সাম্রাজ্যে স্বপ্রতিভাতে ফিরে আওস্তে চেয়েছিলেন এই টেনিস সুন্দরী।

Sania Mirza | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

কিন্তু করোনার জেরে পিছিয়ে গিয়েছে অলিম্পিক। এবছর তাই আর সুযোগ এলোনা তাঁর। ঘড়ি আরও একবছর তাঁকে অপেক্ষার সময় দিয়েছে। তবে মা হওয়ার পরে তো আবার কিম ক্লিটার্স, সেরেনা উইলিয়ামস কোর্টে ফিরে এসেছেন। সাফল্যও পেয়েছেন। তবে ওদের মতো সন্তানকে কোর্টের বাইরে রেখে নতুন করে ফিরে আসার লড়াইতে নেমে পড়েছিলেন সানিয়া।

Tennis | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

বাদ সাধলো করোনা। ডাবলসে একসময় তিনি ছিলেন বিশ্বের এক নম্বর তারকা। তাঁর সাফল্যের ঝুলিতে রয়েছে দাবলস, ও মিক্সড ডাবলস মিলিয়ে মোট ছ’টি গ্রান্ড স্ল্যাম ট্রফি। ২০০৫ সালে অষ্ট্রেলীয় ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছে প্রথম নজর কেড়েছিলেন এই হায়দ্রাবাদি টেনিস সুন্দরী। হয়েছেন ‘অর্জুন’, পেয়েছেন ‘পদ্মশ্রী’, ‘পদ্মভূষন’, ‘রাজীব গান্ধী খেলরন্ত’ পুরস্কার।

Sania Mirza | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

আরও পড়ুনঃ ফুটবলারদের উৎসাহ দিতে গ্যালারিতে সেক্স ডল, বিতর্কে এফসি সিওল

মা হওয়ার কারনে অনেক দিন কোর্টের বাইরে ছিলেন তিনি। কোর্টে ফিরে আসার লড়াইতে অনুপ্রেরনা নিয়েছিলেন সেরিনা উইলিয়ামসের। গত জানুয়ারিতে অষ্ট্রেলীয় ওপেনের আগে হোবার্ট আন্তর্জাতিক প্রতিযোগীতা দিয়ে টেনিস দুনিয়াতে ফিরেছিলেন তিনি।

Sania Mirza | newsfront.co
ছবিঃ প্রতিবেদক

মা হওয়ার আগে ২০১৭ সালে চিনা ওপেনে শেষবার কোর্টে নেমেছিলেন তিনি। তবে তাঁর কগুব ইচ্ছা ছিল এবছরের অলিম্পিকে অংশ নেওয়ার। এখন বাড়তি সময় পেয়ে নিজেকে লড়াই এর জন্য আরও বেশি প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here