চা বাগানে বিনামূল্যে স্যানিটারি প্যাড বিতরণ

0
69

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

বেশ কিছু চা বাগান বন্ধ।খোলা চা বাগানেও শ্রমিকদের কাজ করলে মজুরি মেলে দৈনিক ১৭৪ টাকা।এই টাকায় দুই বেলা খাওয়ার জোগাতেই হিমিশিম খেয়ে যান চা বলয়ের বিভিন্ন চা শ্রমিক পরিবার।সেই পরিবারে পরিষ্কার পরিচ্ছন্নতার কারনে প্রতিমাসে স্যানিটারি প্যাড ব্যাবহার করা বিলাসিতা মাত্র।

নিজস্ব চিত্র

আর যে কারনে বিভিন্ন অপরিষ্কার পদ্ধতি অবলম্বন করায় চা বলয়ের মেয়েরা নানান রোগে আক্রান্ত হচ্ছেন। বিষয়টি নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য দফতরও।এই অবস্থা থেকে চা বলয়ের মেয়েদের মুক্ত করতে বিনামুল্যে স্যানিটারি প্যাড বিতরন করা হল বুধবার।

নিজস্ব চিত্র

কালচিনি ব্লকের উত্তর লতাবাড়ি হিন্দি হাইস্কুলে এদিন স্কুল পড়ুয়াদের মধ্যে এই প্যাড বিতরন করা হয়। উইমেন এডুকেশনাল অ্যাওয়ারনেস এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামক একটি সংস্থ্যার উদ্যোগে এই স্যানিটারি প্যাড বিতরনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।সংস্থার এই উদ্যোগে খুশি আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর।

বিনামূল্যে প্যাড বিতরনকারি সংস্থার ডিরেক্টর রিংজি ওংমু ভুটিয়া বলেন,“ডুয়ার্স অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে পড়া এলাকা।

নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কৃষক বন্ধু প্রকল্পের চেক বিতরণ

এই এলাকায় মহিলারা কিনে প্যাড ব্যাবহার করতে পারেন না।সেই কারনে এই উদ্যোগ।মূলত সি কে শর্মা নামে এক ব্যাক্তির আর্থিক সাহায্যে আমরা এই মহান কাজ করতে পারছি।শুধু ডুয়ার্স নয় দার্জিলিং,জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই তিন জেলাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

একবার প্যাড শেষে হয়ে গেলে আবার প্যাড পৌছে দেওয়ার ব্যবস্থা করি আমরা।কোন স্কুল কর্তৃপক্ষ চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।”এদিন মেয়েদের ডেকে এই বিষয়ে সচেতনতামুলক ভাষন দিয়ে স্কুল পড়ুয়াদের হাতে প্যাড তুলে দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here