নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
জেলার যেসব কন্টেইনমেন্ট জোন রয়েছে, তার পার্শ্ববর্তী এলাকা কীটনাশক দিয়ে স্যানিটাইজেশন করার কাজ শুরু হয়েছে। জেলার গ্রাম গঞ্জে করোনা সংমণের হার দিন দিন বেড়েই চলেছে।
এর ফলে বাড়ছে কন্টেইনমেন্ট জোনের সংখ্যাও। চোপড়া থেকে ইটাহার- ব্লকের সব কয়টি গ্রামেই কম বেশি করোনা পজিটিভ ধরা পড়েছে।
আরও পড়ুনঃ কালিয়াচক থানাতে বসল অল বডি স্যানিটাইজেশন মেশিন
আবার কোভিড হাসপাতালে চিকিৎসার পরে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন অনেকে। যেসব এলাকায় করোনা সংক্রমণ ধরা পড়েছে, সেই এলাকাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কিন্তু পার্শ্ববর্তী এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন।
তাদের আতঙ্ক দূর করতে এবার এইসব গ্রামগুলিকে দমকলের সাহায্য নিয়ে স্যানিটাইজেশন করা হচ্ছে। এলাকার মানুষকে অযথা আতঙ্ক না ছড়াতে এবং গুজবে কান না দিতে অনুরোধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584