সারমেয় মৃত্যুর ঘটনায় জীবাণুমুক্ত করার কাজ শুরু পুরসভার

0
32

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

করোনা আতঙ্কের মধ্যেই প্যারামিক্সো ভাইরাসের থাবা থেকে রায়গঞ্জ শহরকে মুক্ত করতে জীবাণুমুক্ত করার কাজ শুরু করল রায়গঞ্জ পুরসভা। ছোঁয়াচে ওই ভাইরাসের আক্রমণে ক্যানাইন ডিসটেম্পার রোগে শহরে বেশ কিছু পথ সারমেয়র মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে৷ রায়গঞ্জ শহরের দেবীনগরের সুকান্তপল্লী এলাকায় গত ৩ দিনে ৪ টি পথ সারমেয়র মৃত্যু ঘটনা সামনে আসে। এরপর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

Sanitization | newsfront.co
নিজস্ব চিত্র

সারমেয়গুলির মৃত্যুর আগের উপসর্গ মুলত একই ছিল। তাদের কোমরের নীচ থেকে পেছনের পাগুলো অবশ হয়ে যাওয়া, মুখ নাক দিয়ে জল গড়িয়ে পড়া ও কোনো কোনো ক্ষেত্রে যন্ত্রনায় ছটপট করা৷ দেখা গেছে, এই কয়েকটি উপসর্গ সারমেয়দের মধ্যে লক্ষ্য করার পরেই সারমেয়গুলি খুব কম সময় বেঁচে থাকছে। অনেক সময় পশু হাস্পাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে করতেই সেগুলি মারা যাচ্ছে৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী রায়গঞ্জ শহরে সাতটি সারমেয়র এই উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা নজরে এসেছে৷

আরও পড়ুনঃ মানবতার নজির, সুনীল আশিসদের

পশু প্রেমী সংস্থা উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলের সম্পাদক গৌতম তান্তিয়ার দাবি, এই মুহুর্তে শহরে ২৫টির মতো সারমেয় আক্রান্ত আছে। সুকান্তপল্লীর বাসিন্দাদের বক্তব্য, তাঁদের চোখের সামনে প্রাণীগুলো মারা গিয়েছে। তাঁরা কিছুই করতে পারেননি। এবিষয়ে রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, ‘এই বিষয়ে প্রাণী সম্পদ দফতর ও পশুপ্রেমী সংগঠনের সাথে আলোচনা করা হবে। মানুষকে সচেতন করার পাশাপাশি এলাকা জীবাণুমুক্ত করার কাজ চলছে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here