নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
সারা রাজ্যের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাতেও দিনের পর দিন যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেদিকে লক্ষ্য রেখেই পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত পুরসভার সামনে বসানো হল স্যানিটাইজার টানেল, ইতিমধ্যেই রাজ্য সরকারের গত ২৭ তারিখের বুলেটিন অনুযায়ী জেলাতে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যুর সংখ্যা ৫০ পেরিয়েছে এবং পাশাপাশি সুস্থতার সংখ্যা প্রায় ৪ হাজারেরও বেশি। তাম্রলিপ্ত পুরসভা এলাকায় বেশকিছুদিন আক্রান্তের সংখ্যা না থাকলেও আবারও আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
আরও পড়ুনঃ প্রতিষ্ঠা দিবসের দিনে তৃণমূল ছাত্র সংগঠনের পতাকা উত্তোলন নিয়ে ভিন্নমত
তাই পুরসভায় বিভিন্ন কাজে আসা মানুষজন যাতে কিছুটা জীবাণুমুক্ত হয়ে পুরসভার মধ্যে প্রবেশ করতে পারে সেই কারণেই পুরসভার গেটের সামনে বসানো হল স্যানিটাইজার টানেল। স্যানিটাইজার টানেলের উদ্বোধন করেন তাম্রলিপ্ত পুরসভার প্রশাসক রবীন্দ্রনাথ সেন, দীপেন্দ্র নারায়ন রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584