নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহের মেধাবী ছাত্র সঞ্জয় রবিদাসের পাশে দাঁড়ালেন বহু মানুষ। ঢালাও সাহায্যের প্রতিশ্রুতিও মিলেছে।শুক্রবার দুপুরে চাঁচলের বিডিও সমীরণ ভট্টাচার্য সঞ্জয়ের বাড়ি যান। চাল, ডাল, আলু, পেঁয়াজসহ কিছু খাদ্য সামগ্রী তুলে দেন তিনি। পাশাপাশি সঞ্জয়ের মা কল্যাণী রবিদাসের বিধবা ভাতা দ্রুত চালুর আশ্বাস দেন বিডিও।
বিডিও জানান, ছেলেটার পরিবার সত্যিই খুব অভাবী। প্রাথমিকভাবে সঞ্জয়ের পরিবারকে কিছু খাদ্যসামগ্রী দিয়েছি। সঞ্জয়ের লেখাপড়া বাবদ কিছু আর্থিক সহযোগিতাও করা হবে। আগামী সাত দিনের মধ্যেই সঞ্জয় রবিদাসের মা কল্যাণী রবিদাসের বিধবা ভাতা চালু করে দেওয়া হবে। এই মর্মে প্রয়োজনীয় কাগজপত্র বিডিও দপ্তরে জমা করতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ ঘরে বসেই লকডাউনে বাঘ-সিংহ দর্শন ছোটদের, চিড়িয়াখানার নতুন অ্যাপ ‘জু কলকাতা’
বুধবার রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী সঞ্জয়কে এককালীন ২০ হাজার টাকা দিয়েছেন। এই খবরটি ‘নিউজফ্রন্ট’ এ প্রকাশিত হয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584