সাফল্যের পরও অব্যাহত চাঁচলের সঞ্জয়ের জুতো সেলাই

0
54

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

লক ডাউনে অভাবের সংসারে সঞ্জয় রবি দাস সাফল্যের সাথে উচ্চমাধ্যমিক পাশ করেছে। কিন্তু এই নজর কাড়া ফল করেও তাঁর জীবনযাত্রার একটুও বদল হয়নি। পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জনের পরেও ফের রাস্তার পাশে বসে গিয়েছে জুতো সেলাই করতে ।

boy | newsfront.co
সঞ্জয় রবি দাস৷ নিজস্ব চিত্র

কারণ অভাবের সংসারে তাঁর এই সামান্য রোজগার টুকুই অনেকটা ভরসা যোগায় । একরত্তি শিশু থাকাকালীন বাবাকে হারানোর কষ্ট ভুলতে ভুলতেই মালদহের চাঁচল থানার কনুয়া গ্রামের সঞ্জয়কে উপার্জন করতে বেড়িয়ে পরতে হয় । মানুষের পায়ের জুতো মেরামত করা কে পেশা হিসেবে বেছে নিতে হয় তাঁকে।

আরও পড়ুনঃ তৃণমূল-বিজেপির সংঘর্ষে ফের উত্তপ্ত কেশপুর, জখম ৩

লোকের বাড়ি দৈনিক খেটে খাওয়া মা, ভিনরাজ্যে কাজ করা দাদার সংসারে, পড়াশোনার খরচ চালাবে কে? এই প্রশ্ন উঠলেও, এই আশঙ্কা তৈরি হলেও লড়াই ছাড়েনি সে। অসম সাহসী সঞ্জয় একপ্রকার নিজের চেষ্টা আর সাহস কে সম্বল করেই উচ্চ মাধ্যমিক দিয়েছিল ।

ফল প্রকাশ হওয়ার পর দেখা যায়, তিনটে নয় ,নিজের বিষয় অনুযায়ী মাত্র ১ টি পরীক্ষা না দিতে পারার আক্ষেপ নিয়েও সে পেয়েছে ৯১.৬০ শতাংশ নম্বর । কলা বিভাগে ৫০০ এর মধ্যে ৪৫৮ নম্বর পেয়েছে সে। দারুণ ফল করেই পাশ করেছে সঞ্জয় রবি দাস।

আরও পড়ুনঃ এয়ার ইন্ডিয়ার কর্মীদের বিনা বেতনে ছুটির প্রতিবাদে সোচ্চার ডেরেক

জীবন যুদ্ধের লড়াই কঠিন হলেও ভালো ফল করে সবার মুখে হাসি ফুটিয়েছে সে৷ যদিও ২০১৮ সালে মাধ্যমিকেও ৬৬ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছিল সঞ্জয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here