নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
মনে হচ্ছে ফের মোহনবাগানে ফিরলাম বলছেন বাগানের আইলীগ জেতানো কোচ সঞ্জয় সেন। প্রত্যাশা মতোই মোহনবাগান আবেগ টিকে থাকলো, জার্সিতে সবুজ মেরুন, লোগোতে পালতোলা নৌকা।
ফলে মোহনবাগানকে প্রথমবার আই লীগ জেতানো কোচ সঞ্জয় সেন হাবাসের সহকারী হিসেবে ফের সবুজ মেরুন জার্সি পড়বেন। ফলে বেশ আবেগ তাড়িত বাগানকে আই লীগ জেতানো কোচ এক সময়ে সর্মথকদের থুতু নিয়ে মাঠ ছাড়তে হলেও গঙ্গাপাড়ের ক্লাবের প্ৰতি তার ভালোবাসা কিন্তু অটুট।
আরও পড়ুনঃ ২১-র জুনে শ্রীলঙ্কায় এশিয়া কাপ
তিনি নিউজফ্রন্টকে জানান, ‘এটা অফিসিয়াল বিষয়, তবুও মিস্টার গোয়েঙ্কা মোহনবাগান আবেগকে গুরুত্ব দিয়েছে ভেবে ভালো লাগছে। আর সত্যি তো মোহনবাগান দলের মতো সর্মথন পৃথিবীতে আর কোথায় আছে বলতে পারবেন। এই জার্সি পড়লেই আলাদা আবেগ কাজ করে। পালতোলা নৌকাও থাকছে আর ভালো কি হতে পারে। সঙ্গে দলে মিস্টার গোয়েঙ্কার কর্পোরেট মানসিকতা যা হবে খুব ভালো হবে দুই দলের সমর্থকদের সর্মথন নিয়ে আমাদের দল খুব ভালো ফুটবল খেলবে সেই আশা রাখছি।‘
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584