মনোদীপ ব্যানার্জী, স্পোর্টস ডেস্কঃ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান শিখর ধাওয়ান। ফিল্ডিং করার সময় ফিঞ্চের শট আটকাতে গিয়ে বাঁ কাঁধে চোট পান এই ভারতীয় ব্যাটসম্যান। ব্যাটিং করতে পারেননি তিনি। হাতে স্লিং নিয়ে ঘুরছিলেন। তখন থেকেই অনিশ্চিত ছিল তাঁর নিউজিল্যান্ড সিরিজে অংশগ্রহণ। এবার প্রত্যাশিত মতোই তাঁর নাম প্রত্যাহার করে নিল বিসিসিআই। তার জায়গায় দলে এলেন উইকেট রক্ষক ও ব্যাটসম্যান সঞ্জু স্যামসন।
সামনে দেড় মাসের লম্বা সিরিজ। টি-২০ সিরিজ শুরু হবে ২৪ তারিখ থেকে। তাই অধিক বিশ্রামের অবসর নেই। এই কারণেই ছিটকে গেলেন ধাওয়ান। তবে কতদিন তিনি মাঠের বাইরে থাকবেন তা এখনও স্পষ্ট নয়। তাই সঞ্জু স্যামসনের নাম ঘোষণা করা হয়েছে পরিবর্ত খেলোয়াড় হিসেবে। যদিও তিনি ওপেনার নন। তবে ধাওয়ানের অনুপস্থিতিতে রোহিত শর্মার সঙ্গে ব্যাটিং ওপেন করবেন কেএল রাহুল বলেই মনে করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584