মাথাভাঙায় হলুদ রাখি পরিয়ে সংস্কৃতি দিবস উদযাপন

0
97

মনিরুল হক, কোচবিহারঃ

করোনা আবহের মাঝে সংস্কৃতি দিবস উদযাপন করা হল মাথাভাঙায়। সোমবার পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে মাথাভাঙা ১ নং ব্লকের বিডিও অফিস প্রাঙ্গণে এই সংস্কৃতি দিবস উদযাপন করা হয়।

Sanskriti Day | newsfront.co
নিজস্ব চিত্র

পাশাপাশি রাখি বন্ধন উৎসব উপলক্ষে বিশেষ একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। যদিও তা সামাজিক দূরত্ব মেনে সকলকে হলুদ রাখি পরিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

Member | newsfront.co
দূরত্ব মেনে উদযাপন ৷ নিজস্ব চিত্র

এদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মন, বিডিও সম্বল ঝা, মাথাভাঙা ১ নং ব্লক যুব আধিকারিক সুস্নাত কর, পঞ্চায়েত সমিতির নারী-শিশু ও সমাজকল্যাণ কর্মাধ্যক্ষ কল্যাণী রায়, শিক্ষা কর্মাধ্যক্ষ কণিকা বর্মন, মৎস্য কর্মাধ্যক্ষ দেবাশিস মজুমদার সহ অন্যান্য সদস্য-সদস্যাগণ এবং ব্লকের আধিকারিক বৃন্দ।

আরও পড়ুনঃ ভোটের আগেই শুরু রাজ্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব

এদিন এবিষয়ে মাথাভাঙ্গা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মন বলেন, বর্তমানে যেহেতু করোনা মহামারি চলছে, করোনা মোকাবিলা করাই আমাদের প্রধান কাজ। তাই এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সংস্কৃতি দিবস ও রাখি বন্ধন উৎসব পালন করা হল। আগামীতে সবাই সুস্থ থাকলে বড় করে রাখি বন্ধন উৎসব পঞ্চায়েত সমিতি অফিসে উদযাপন করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here