সাঁওতালি ভাষা দিবস উদযাপন

0
170

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

 

santali language day celebration
নিজস্ব চিত্র

ষোলতম সাঁওতালি ভাষা দিবস পালিত হল চোপড়ার ১নং হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের মোলানি গছ এবিসি ফুটবল মাঠে।এদিন আদিবাসীদের ১৬তম সাঁওতালি ভাষা দিবস উপলক্ষ্যে এবিসি ফুটবল মাঠে বিভিন্ন বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।প্রথমে জাতীয় পতাকা উত্তোলন পরে সংগঠনের সবুজ পতাকা উত্তোলন করা হয় এবং পন্ডিত রঘুনাথ মুর্মুর ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানটির সূচনা হয়।এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল তীরন্দাজী প্রতিযোগিতা এবং আদিবাসী নৃত্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাপতিয়া গছ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবিনা টুডু,স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রদীপ সিংহ,জাহিদুল রহমান প্রমুখ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মুগালাল বেশরা, জোসেফ টুডু ,সুভাষ হাঁসদা ও অন্যান্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন জোসেফ টুডু।

আরও পড়ুন: জমি বিবাদ ঘিরে দফায় দফায় বোমাবাজি, নিহত এক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here