জীবাণুমুক্তকরণে স্যানিটাইজেশনের কাজ শুরু নবান্নে

0
21

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা সর্তকতায় রবিবার রাজ্যের মূল প্রশাসনিক ভবন নবান্নে শুরু হলো স্যানিটাইজেশনের কাজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্নের পুরো বাড়ি স্যানিটাইজেশন করার কাজ চলছে।

Sanitization | newsfront.co
জীবাণুমুক্তকরণ। নিজস্ব চিত্র

নবান্ন সূত্রের খবর মন্ত্রী, আমলা, নিরাপত্তাকর্মী মিলিয়ে নবান্নে প্রতিদিনই ভিড় লেগে থাকে। এছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও নবান্নে যাতায়াত করেছেন। ফলে সংক্রমণের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

chemical spray | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রাস্তায় বেরোলে মুখ ঢাকা বাধ্যতামূলক, নির্দেশিকা জারি রাজ্য সরকারের

তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের ১৪ তলা বাড়ির পুরোটাই স্যানিটাইজেশনের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ মোতাবেকই আজ ছুটির দিন এর সকাল থেকে স্যানিটাইজেশনের কাজ শুরু হয়েছে। চলবে সোমবার পর্যন্ত।

Nabanna | newsfront.co
নিজস্ব চিত্র

এমনিতেই, রাজ্যের প্রথম আক্রান্ত যুবকের মা নবান্নের এক উচ্চপদস্থ আমলা। তাঁর ছেলের করোনা আক্রান্ত হওয়ার খবরটি প্রকাশ্যে আসতেই নবান্ন স্যানিটাইজেশনের কাজ শুরু হয়েছিল। ওই আমলা যে ঘরে বসতেন বা যে জায়গা দিয়ে গিয়েছিলেন, সেই সমস্ত জায়গা দফায় দফায় স্যানিটাইজড করা হয়।

কিন্তু, নবান্নের পুরো ভবনটি স্যানিটাইজড হয়নি। তাই সকলের সুরক্ষার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী এবার পুরো ভবনটিকেই স্যানিটাইজড করার নির্দেশ দিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here