মনিরুল হক,কোচবিহারঃ
বলিউড খ্যাত অভিনেত্রী সারা আলি খানকে এনে প্রচারে ঝড় তুলতে চাইছেন কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।হ্যাঁ, সেই সাইফ আলি খানের কন্যা সারা,যে সদ্য বলিউডে পা রেখে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।আগামীকাল কোচবিহারে মাথাভাঙ্গায় প্রচার করবেন বলিউড অভিনেত্রী সারা আলি খান।
সেখানে তিনি একটি মেগা রোড শো করবেন।পাশাপাশি তিনি শিতলখুচি বিধানসভার গোঁসাইয়ের হাটে নির্বাচনী সভা করবেন বলে জানা গিয়েছে। এদিন ওই অভিনেত্রীর সঙ্গে থাকবেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক,জেলা বিজেপি সভানেত্রী মালতি রাভা সহ জেলার সংগঠনের বিভিন্ন নেতৃত্বরা।
এবিষয়ে কোচবিহার জেলার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জানিয়েছেন,”আগামীকাল সোমবার মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রে আমার সমর্থনে একটি মেগা রোড-শো করবেন মুম্বাই অভিনেত্রী সারা আলি খান।এরপর তিনি শিতলখুচি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোঁসাইয়ের হাটে একটি নির্বাচনী সভা করবেন।”
প্রসঙ্গত,গত লোকসভায় বিপুল সংখ্যক জনমত নিয়ে দিল্লির মসনদে বসেছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমের সমীক্ষায় উঠে এসেছে গত সাড়ে চার বছরে মোদীর জনপ্রিয়তা অনেকটাই কমেছে।উল্লেখ্য, কয়েকমাস আগে সর্বভারতীয় একটি ইংরেজি সংবাদমাধ্যম প্রকাশিত খবর অনুযায়ী, বর্তমান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমছে।গত এক বছরে তাঁর জনপ্রিয়তা কমেছে ১২ শতাংশ। তাই ২০১৯ লোকসভা নির্বাচনে ক্ষমতায় ফেরা নিয়ে আত্মবিশ্বাসে ঘাটতি দেখা যাচ্ছে গেরুয়া শিবির।
আরও পড়ুনঃ মোদীর হাত শক্ত করার আহ্বান নিয়ে চা বাগানে জন
তাই সেলিব্রিটিদের এবার দেশের বিভিন্ন জায়গায় প্রার্থী করে বা প্রচারে নামিয়ে লোকসভায নির্বাচনে ছক্কা হাকাতে চান বিজেপি। রাজনৈতিক মহলের ধারণা বলিউড তারকা সারা আলি খানকে প্রচারে নিয়ে এসে কোচবিহার বিজেপিও সেই পথেই হাঁটতে চলছে বলে ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584