শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বিধানসভা নির্বাচনের আগে ফের হইচই ফেলে দিয়েছে সারদার কর্ণধার সুদীপ্ত সেনের ২১ পাতার চিঠি। ১৯ ডিসেম্বর এই চিঠির কথা জানা গেলেও শনিবার ব্যাঙ্কশাল আদালতে এই চিঠির অস্তিত্বের কথা জানান কুণাল ঘোষ। আর এই চিঠির ছত্রে ছত্রে সারদাকাণ্ডে যুক্ত প্রভাবশালীদের কথা উল্লেখ করেছেন তিনি।
বছর কয়েক আগেও সুদীপ্ত সেন এর একটি চিঠি প্রকাশ্যে এসেছিল। সেই চিঠিতে সারদার ডিরেক্টরদের সম্বন্ধে উল্লেখ করেছিলেন তিনি। কিন্তু সম্প্রতি প্রেসিডেন্সি জেলে বসে লেখা এই চিঠিতে এই কাণ্ডে কোন কোন রাজনৈতিক প্রভাবশালী যুক্ত আছেন, তাদের নাম উল্লেখ করেছেন তিনি। একইসঙ্গে বলেছেন এই প্রভাবশালীদের চাপেই তিনি কলকাতা ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন।
আরও পড়ুনঃ পাঁচগ্রামে মোবাইলের ব্যাটারী ব্লাস্ট হয়ে গুরুতর জখম এক যুবক
ইংরেজি হরফে তিন ভাগে লেখা ২১ পাতার চিঠিতে সারদা–কাণ্ডের মূল ষড়যন্ত্রকারীদের কথা উল্লেখ করেছেন সুদীপ্ত সেন। প্রথম ভাগে তিনি কীভাবে রাজনৈতিক প্রভাবশালী নেতাদের দ্বারা প্রতারিত হয়েছিলেন তা জানিয়েছেন।
পরের দুটি ভাগে তিনি সারদা তৈরির নেপথ্য কাহিনী জানিয়েছেন। কীভাবে সংস্থার অনিচ্ছাসত্ত্বেও এক শ্রেণির ব্যবসায়ী ও রাজনৈতিক প্রভাবশালী নেতাদের হাতে আমানতকারীদের টাকা তুলে দেওয়া হত সে কথাও চিঠিতে লিখেছেন সুদীপ্ত সেন। কোন রাজনৈতিক নেতাকে কখন এবং কবে নগদে এবং ব্যাঙ্ক ড্রাফট ও চেকের মাধ্যমে টাকা দিয়েছেন সেটাও বিস্তারিতভাবে ওই ২১ পাতার ওই চিঠিতে লিখেছেন সুদীপ্ত সেন।
আরও পড়ুনঃ হেস্টিংসে বিজেপি সাংসদের গাড়িতে হামলার নালিশ শুনে রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রীর
তাঁর দাবি, কখনও তিনি কলকাতা ছেড়ে ফেরার হতে চাননি। কিন্তু এক রাজনৈতিক প্রভাবশালী নেতার চাপে সারদা অর্থ লগ্নি সংস্থা বন্ধ করে কলকাতা ছাড়তে বাধ্য হয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন এই গোষ্ঠীর অন্যতম ডিরেক্টর দেবযানী মুখোপাধ্যায়। ২০১৩–র এপ্রিল মাসে তাঁকে দিয়ে জোর করে সিবিআইয়ের কাছে চিঠি লিখিয়েছিলেন এক প্রভাবশালী রাজনৈতিক নেতা। এবং সেই নেতার পরামর্শ মেনেই তিনি কলকাতা ছেড়ে ফেরার হন।
আরও পড়ুনঃ বালুরঘাটে লেপ-তোষক তৈরির দোকানে আগুন
সারদা মামলার কেস রেকর্ডে নথিভুক্ত এই চিঠির প্রতিলিপি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ছাড়াও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, সিবিআইয়ের ডিরেক্টর ও মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। সুদীপ্ত সেনের দাবি, কাশ্মীর থেকে তাঁকে গ্রেফতার করার পর সিবিআই এবং ইডি–র তদন্তকারী আধিকারিকদের তিনি সব কিছুই জানিয়েছিলেন। কিন্তু কোনও অজানা কারণে মূল ষড়যন্ত্রকারী ও প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে এখনও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584