কবির হোসেন, স্পোর্টস ডেস্কঃ
নতুন অঙ্গনে দেখা যাবে ইংল্যান্ডের মহিলা দলের উইকেট-রক্ষক ব্যাটার সারাহ টেলরকে। আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট। আরব আমিরশাহী এই টুর্নামেন্টে অন্যতম ফ্র্যাঞ্চাইজি আবুধাবি দলের সহকারী কোচ হিসাবে এই প্রথম কোন মহিলাকে কোচিং স্টাফ হিসেবে দেখা যাবে। এই নিয়ে দ্বিতীয় বার সারাহ টেলর পুরুষ ক্রিকেট দলের কোচ হিসাবে ইংল্যান্ড কাউন্টি সাসেক্স দলের কোচ হিসেবে কাজ করেছিলেন।
ইংল্যান্ড মহিলা দলের উইকেট কিপার ও ব্যাটার সারাহ টেলর একজন দক্ষ ও বিশ্বের সেরা উইকেটকিপার-ব্যাটার হিসাবে দীর্ঘদিন ইংল্যান্ডের মহিলা দলের সদস্য ছিলেন। আর তার এই অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগাতে চাই আবুধাবি। আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেট লীগ দলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি আবুধাবি টি-১০। সারাহ টেলর এই প্রসঙ্গে বলেন, বিশেষ করে মহিলা ক্রিকেটাররা উদ্বুদ্ধ হবে, এমন কাজের পরিসীমা বিস্তৃত হবে তাদের জন্য।
History maker! 🤩
We’re proud to announce @Sarah_Taylor30 as our assistant coach for Season 5 of the #AbuDhabiT10! 👏
She becomes the FIRST female coach in Men’s professional franchise cricket! 🙌#TeamAbuDhabi #InAbuDhabi pic.twitter.com/0Os5i0yb2V
— Team Abu Dhabi Cricket (@TeamADCricket) October 29, 2021
আরও পড়ুনঃ ভারতের চাপ বাড়িয়ে স্কটল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের রাস্তা সহজ করে তুলল নিউজিল্যান্ড
সারাহ টেলর ২০১০ সালে ইংল্যান্ড ক্রিকেট দলের অভিষেক ঘটে। দুই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ছাড়া ইংল্যান্ডের হয়ে মোট ১২৬টি একদিনের ম্যাচ, ৯৬টি টি-২০ ম্যাচ, ১০টি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। মোট ২২৬ ম্যাচে ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেন। ২০১৯ সালে অবসর নেন কিন্তু ২০২১ সালে অবসর ভেঙে ইংল্যান্ডের জার্সি পরেন। এছাড়া সারাহ টেলর জনপ্রিয় গ্ল্যামারাস মহিলা ক্রিকেটার হিসেবে পরিচিত এবং সামাজিক মাধ্যমে তার ফলোয়ার সংখ্যা নেহাত কম নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584