নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
নতুন বছরের ক্যালেন্ডার আসা মানেই বাঙালীর নজর চলে যায় দুর্গাপুজোর দিকে। তবে বাঙালীর ‘বারো মাসে তেরো পার্বণ’ নিয়ে চলা বাঙালীর উৎসব জানুয়ারি-ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যায়। প্রথমেই নজর যায় সরস্বতী পুজোর দিকে। আগামীকাল বিদ্যার দেবী সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন স্থানে বসেছে প্রতিমার হাট। ইতিমধ্যে প্রতিমা কেনা বেচা প্রায় শেষ পথে। প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। আর তাই আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তের, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে চলছে পুজোর শেষ প্রস্তুতি।
পুজোর প্রধান অনুষঙ্গ প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। খড়, মাটি, বাঁশ দিয়ে কারিগরদের হাতের নিপুণ স্পর্শে তৈরি প্রতিমা দেখে মুগ্ধ হচ্ছেন দেবী সরস্বতীর ভক্তরা। সোমবার ফালাকাটা ব্লকের জটেশ্বর বাজারে প্রতিবারের মতো এবারও সরস্বতী প্রতিমা নিয়ে বসছেন মৃৎশিল্পীরা।
আরও পড়ুনঃ জলপাইগুড়িতে চিত্রকলা প্রদর্শনীর সূচনা
জটেশ্বর সহ বিভিন্ন এলাকা থেকে প্রচুর মানুষ এদিন সরস্বতী প্রতিমা কিনতে আসছেন জটেশ্বর বাজারে। দেবী সরস্বতীকে বিভিন্ন মনোমুগ্ধকর অবয়বে সাজানো হয়েছে এ হাটে। তবে এবছর নতুন রূপে আনা হয়েছে সরস্বতী দেবীকে।
রাজস্থানী সাজে মৃৎশিল্পীর হাতের নিপুণ স্পর্শে তৈরি প্রতিমাকে ফুটিয়ে তোলা হয়েছে। জটেশ্বরের মৃৎশিল্পী চয়ন বড়ুয়া জানান, ” দু বছর ধরে জটেশ্বরে হাটে সরস্বতী প্রতিমা বিক্রি করছি। এবার নতুন রূপে সরস্বতী প্রতিমা বানিয়েছি। ক্রেতারাও ভালই পছন্দ করছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584