পল্লব দাস,কর্ণসুবর্ণঃ
প্রত্যন্ত গ্রাম হোক বা বর্ধনশীল গ্রাম সংস্কৃতির পরিবর্তন ঘটেছে অনেকাংশে।বহরমপুর থানার অন্তর্গত রাঙামাটি চাঁদপাড়া অঞ্চলের একটি গ্রাম মধুপুর।মাঘের সরস্বতী পুজোর তিনদিন এই গ্রামে যেন উৎসবের রং লাগে।যদিও এই অনুষ্ঠান কিন্তু শিবপুজো ঘিরে।স্থানীয় বয়স্কদের মুখে শোনা যায় এই গ্রামের শিবের গাজন কয়েক’শ বছর পুরোনো।
বলা বাহুল্য দুর্গাপুজোর থেকেও এখানে মাঘের শিব পুজোয় উৎসব হয় বেশি।পুজোয় কিছু মানুষ ভক্ত হন, যাঁরা পুজোর এই কয়েকদিন নিয়মানুবর্তিতা মধ্যে কঠোর জীবনযাপন করেন।তাদের শিব আরাধনার মধ্যে দিয়ে থাকে কিছু বিশেষ আচার অনুষ্ঠান।
পুজো উপলক্ষ্যে বসে মেলা।রকমারি দ্রব্যের সাথে আছে তেলেভাজা ও মিষ্টি নোনতা খাবার দোকান।মঞ্চ করে চলে অনুষ্ঠান।
আজকাল গ্রাম্য অনুষ্ঠান বলতে কখনো বাউল গান আবার যদি একটু যুবকদের তোড়জোড় থাকে সেই স্থানীয় ক্লাবের উদ্যোগে অর্কেস্ট্রা গানের আয়োজন করা হয়ে থাকে।আর সাথে চলে দিন রাত জেবিএল মাইকে বাজানো হিন্দি বা বাংলা গান।মধুপুরের অনুষ্ঠানে সবই আছে তবে এবছর বাড়তি আকর্ষণ ছিল কলকাতার অপেরার যাত্রাপালা।
আরও পড়ুনঃ বাগদেবীর আরাধনা শহর থেকে গ্রাম
এযাবৎ যাত্রপালা খুব একটা দেখা যায় না তবে মধুপুর তরুণ সংঘের উদ্যোগে এই যাত্রানুষ্ঠান হয়।দ্বিতীয় দিন থাকছে অর্কেস্ট্রা আর শেষের দিন আতশবাজি প্রদর্শন।প্রতিবছর এই কয়েকদিন অঞ্চলের সমস্ত শ্রেণীর মানুষ আনন্দে ভাসেন।জোড়া পুজোয় শুধু মধুপুর গ্রামবাসীরাই নয় যোগদান করেন স্থানীয় বেশ কয়েকটি গ্রামের লোক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584