অর্ধেন্দু বিশ্বাস,মুর্শিদাবাদঃ
মহামানবের মিলনতীর্থ সারগাছি রামকৃষ্ণ মিশন।তার অনন্য নজির এখানকার বাণীবন্দনা অর্থাৎ সরস্বতী পূজা।এবারও তার কোন ব্যতিক্রম হয়নি।বিদ্যালয়ের সরস্বতী বন্দনাকে ঘিরে উন্মাদনা ছাত্র শিক্ষক এলাকাবাসী হিন্দু-মুসলিম সকলের মধ্যেই।বিদ্যালয়ের সকল ছাত্ররাই এতে হাত লাগায়।
মুসলিম ছাত্ররাও নানাভাবে এই সরস্বতী বন্দনাতে অংশগ্রহন করে থাকে।আগের রাত থেকেই বিশেষত হোস্টেলের ছাত্র ও শিক্ষকরা সমস্ত জোগার, প্রতিমা ও বিদ্যালয় সজ্জার কাজ করতে থাকে।সকাল আটটা থেকে পূজা শুরু হয়ে যায় ও সকলে উপোষ থাকে ও সাদা ধুতি পাঞ্জাবি পরে সারি দিয়ে মায়ের সামনে অঞ্জলি দেয় ও তারপর প্রসাদ গ্রহণ করে।
আরও পড়ুনঃ সরস্বতী পুজো উপলক্ষে শীতবস্ত্র বিতরণ
প্রাথমিক ও উচ্চবিদ্যালয় মিলে প্রায় দুই হাজার ছাত্রকে ফ্রায়েড রাইস,আলুর দম, চাটনি ও নলেন গুরের রসগোল্লা পরিবেশন করা হয় যাতে মুখ্য ভূমিকা পালন করে ছাত্ররাই।
সামনেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা।তার সত্ত্বেও ছাত্ররা প্রতি বিভাগ থেকে পৃথক ভাবে প্রদর্শনীর আয়োজন করে ও উদ্ভাবনী চিন্তার প্রকাশ করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584