নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ
গেল বছর বিশ্বকাপের ব্যর্থতার পর ক্যাপ্টেন্সি গিয়েছে আর অধিনায়কের চেয়ার হারানোর পর দলেই জায়গা হচ্ছে না প্রাক্তন পাকিস্তানী অধিনায়ক সরফরাজ আহমেদের। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার টেস্টেও প্রথম এগারোয় জায়গা পাননি প্রাক্তন পাকিস্তানকে চ্যাম্পিয়ন্স ট্রফি দেওয়া এই অধিনায়কের। সতীর্থদের জন্য মাঠে জল এমনকী জুতোও বয়ে নিয়ে যাচ্ছেন তিনি। তার উপর এই আচরণে ক্ষুব্ধ প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার।
ইংল্যান্ড–পাকিস্তান টেস্টের দ্বিতীয় দিনে ৭১ ওভারে দেখা যায়, মাঠে জুতো বয়ে নিয়ে আসছেন সরফরাজ আহমেদ। একটি ছবি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে দেয়। সেখানে দেখা যাচ্ছে সাদাব খানের জুতো বয়ে নিয়ে যাচ্ছেন সরফরাজ।
আখতার এক হাত নিয়ে বলেন বলেন, ‘‘এই ছবিটা আমার ভালো লাগেনি। যে দেশকে চার বছর নেতৃত্ব দিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছে, তাঁকে দিয়ে তুমি এই কাজ করাতে পার না। তুমি তাকে দলে না নাও ঠিক আছে। তবে তাঁকে দিয়ে জুতো বহন করাতে পারো না। যদিও নিজে থেকে এটা করতে যায়, তাও ওকে থামানো উচিত। ওয়াসিম আক্রম কিন্তু কখনও আমার জন্য জুতো বয় নি। এটা সিনিয়রদের প্রতি সম্মান যেটা এই দলে নেই।‘‘
আরও পড়ুনঃ ফুটবলের থেকে জনপ্রিয় ক্রিকেট দাবি আইসিসির
সরফরাজকে নিয়ে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস জানান,’ সরফরাজ সরল মনের ছেলে তাই ও এই সব কিছু মনে করে না বলে ওকে দিয়ে এই কাজ করানো হচ্ছে। যে জুতো বয়ে নিয়ে যাওয়া কোনও খারাপ কাজ সেটা বলবো না। কিন্তু যোগ্য সম্মান দেবে না একজন সিনিয়রকে।‘ মনে করা হচ্ছে কোচ মিসবা উল হকের প্রিয় না সরফরাজ তার মদতে এই সব হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584