তন্ময় ঘোষ,মুর্শিদাবাদ:
প্রতিযোগিতা মূলক সরকারী চাকরীর পরীক্ষায় সাফল্যের দিশা দিতে এগিয়ে এল সারগাছি রামকৃষ্ণ মিশন। দীর্ঘ প্রায় দেড় শতাধিক বৎসর ধরে মুর্শিদাবাদ জেলাকে জ্ঞান বিদ্যা সংস্কৃতির আলোকে আলোকিত করে চলা এই মিশনে আগামী ১৭ই সেপ্টেম্বর রবিবার আশ্রমস্থিত লাইব্রেরী ভবনে অনুষ্ঠিত হতে চলেছে সেমিনার ও কর্মশালার।
এই কর্মশালায় যোগ দিতে কোন ফি দিতে হবে না।সারগাছি রামকৃষ্ণ মিশনের এই মহতী উদ্যোগকে সফল করতে এই সেমিনার ও কর্মশালায় উপস্থিত থাকছেন এ রাজ্যের স্বনামধন্য পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষার প্রখ্যাত প্রশিক্ষক মাননীয় শ্রী সামীম সরকার মহাশয়। সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমের মাননীয় সম্পাদক স্বামী বিশ্বময়ানন্দজী আমাদের প্রতিবেদকের নিকট আশা প্রকাশ করেছেন যে, এই সেমিনার ও কর্মশালা পিছিয়ে পড়া জেলার বেকার যুবক যুবতীদের কাছে পথিকৃৎ হিসাবে সমৃদ্ধ করবে। এই সেমিনার ও কর্মশালায় যোগ দিতে নিম্ন লিখিত ফোন নম্বরে যোগাযোগ করে নাম নথিভুক্ত করাতে পারেন জেলার শিক্ষিত বেকার কর্মপ্রার্থীরা।
ফোন নং-৯৬০৯৭৫১০৪৮
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584