শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
চলতি বছরের মার্চ থেকে মে-মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। কিন্তু করোনা মহামারী এসে যাওয়ায় সমস্ত প্রক্রিয়া আটকে যায়।
এবার বুধবার স্যাটের তরফ থেকে জানানো হল, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে এই বকেয়া মহার্ঘ্য ভাতা মিটিয়ে দিতে হবে। পূর্ববর্তী নির্দেশ না মানায় আদালত অবমাননার মামলা করেছিল রাজ্য সরকারি কর্মচারী সংগঠন।
তবে পুজোর মরসুমে এরকম রায়ের জন্য মোটেই প্রস্তুত ছিল না রাজ্য প্রশাসন। সূত্রের খবর, স্যাটের এই রায়ে বিরুদ্ধে রাজ্য সরকার হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে যেতেই পারে। এর আগেও রাজ্যের করা রিভিউ পিটিশনের আবেদনও বাতিল করে দিয়ে স্যাট স্পষ্টই জনিয়েছিল, কোনওভাবেই রাজ্য কর্মীদের ডিএ আটকে রাখতে পারে না।
২০১৯ সালের ২৬ জুলাই রাজ্য সরকারকে দেওয়া স্যাটের নির্দেশে বলা হয়েছিল, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার আগেই ২০০৬ সাল থেকে বকেয়া যাবতীয় পাওনা পরবর্তী ৬ মাসের মধ্যে সরকারি কর্মীদের মিটিয়ে দিতে হবে। কিন্তু তারপরেও রাজ্যের তরফ থেকে ফের আবেদন করা হয়। তারপরেই এদিন ফের কর্মচারীদের স্বার্থে তাদের পক্ষেই এই রায় দেয় স্যাট।
আরও পড়ুনঃ টাকা দিলে তবেই রাজ্যে কিষাণ সম্মান, আয়ুষ্মান ভারত চালু হবে, শর্ত মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির জন্য আগামী দেড় বছর কর্মীদের মহার্ঘ্য ভাতা বাড়াবে না বলে জানিয়েছে কেন্দ্র। তবে গত ১ জানুয়ারিতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ ঘোষণা হয়েছিল। কেন্দ্রের ওই ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ্য ভাতা ২১ শতাংশে পৌঁছয় বলে দাবি বিভিন্ন কর্মচারী সংগঠনের।
আরও পড়ুনঃ আজ চ্যাম্পিয়নরা মাঠে নামছে, টুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
এরপরেই কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ্য ভাতার দাবি তুলে স্যাটে মামলা করেছিল কংগ্রেস সমর্থিত ‘কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ়’ ছাড়াও আরও দু’টি সরকারি কর্মীদের সংগঠন। কিন্তু এই মামলায় বারবারই হারতে হয়েছে রাজ্য সরকারকে। ফের একবার স্যাট জানিয়ে দিল, রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিতে হবে।
সরকারি কর্মীদের সংগঠনের তরফে অ্যাডভোকেট সর্দার আমজাদ আলি বলেন, “রাজ্য বারবারই হারার পরেও ডিএ মিলছিল না। এর পরেই আদালত অবমাননার মামলা হয়। সেখানেই ১৬ ডিসেম্বর চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে স্যাট। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান হারে ডিএ দিতে হবে।”
এদিকে কর্মচারী ইউনিয়নের পক্ষে সঙ্কেত চক্রবর্তী বলেন, ‘এই রায় থেকেই স্পষ্ট কীভাবে রাজ্য কর্মীদের বকেয়া আটকে রেখেছে। যতবার রাজ্য সরকার স্যাটে গিয়েছে, ততবারই হেরে গিয়েছে। কিন্তু নির্লজ্জ রাজ্য সরকার এরপরেও বকেয়া ডিএ দেবে না। আমাদের লড়াই চলতেই থাকবে। তবে আমরা হার মানার পাত্র নই, সেটা বুঝিয়ে দিলাম।’
রাজ্য সরকার যে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারে, তা মোটামুটি স্পষ্ট। তবে রায়ের কপি হাতে না এলে কোনও মন্তব্য করবেন না বলে জানিয়েছেন রাজ্য সরকারি আইনজীবী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584